ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফুটবল

চ্যালেঞ্জ লিগের জন্য ধারে দিয়াবাতেকে নিল বসুন্ধরা কিংস

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৪
চ্যালেঞ্জ লিগের জন্য ধারে দিয়াবাতেকে নিল বসুন্ধরা কিংস সোলেমান দিয়াবাতে/সংগৃহীত ছবি

আসন্ন এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য মোহামেডান থেকে ধারে মালির ফরোয়ার্ড সোলেমান দিয়াবাতেকে দলে নিয়েছে বসুন্ধরা কিংস।

এছাড়া ফর্টিস এফসি থেকে উজবেক ডিফেন্ডার জাসুর জুমায়েভ এবং গত মৌসুমে কিংসের হয়ে খেলা আইভরি কোস্টের মিডফিল্ডার চার্লস দিদিয়েরকেও নিয়েছে তারা।

এদিকে গত আগস্টে কিংসের প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু হলেও এখনো দলের সঙ্গে যোগ দেননি দুই ব্রাজিলিয়ান রবসন রোবিনহো এবং মিগেল ফিগেইরা। তবে শিগগিরই তাদের দলে যোগ দেওয়ার বিষয়টি জানিয়েছেন কিংস সভাপতি ইমরুল হাসান।

'এ' গ্রুপে বাংলাদেশ প্রিমিয়ার লিগের টানা পাঁচবারের চ্যাম্পিয়নদের সঙ্গে রয়েছে ভারতের ইস্ট বেঙ্গল, লেবাননের নেজমেহ স্পোর্টিং ক্লাব এবং ভুটানের পারো এফসি।

আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে চ্যালেঞ্জ লিগ। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে হবে গ্রুপপর্বের সবগুলো ম্যাচ।  

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।