ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

রোনালদো ইতিহাসের অনেক পৃষ্ঠার রচয়িতা: লেভানদোভস্কি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৪
রোনালদো ইতিহাসের অনেক পৃষ্ঠার রচয়িতা: লেভানদোভস্কি

বয়স ৪০ ছুঁইছুঁই। কিন্তু এই বয়সেও মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

ভাঙছেন- গড়ছেন একের পর এক রেকর্ড। ক্যারিয়ারের গোধূলিলগ্নে পর্তুগিজ উইঙ্গারের এমন সাফল্যক্ষুধা দেখে বিস্মিত রবার্ট লেভানদোভস্কি। বার্সেলোনার পোলিশ স্ট্রাইকারের চোখে রোনালদো এমন একজন, যিনি সাফল্যের মাত্রাকে আরও উঁচুতে নিয়ে গেছেন।

সৌদি প্রো লিগে রোনালদো নিজে শুধু গোল করছেন না, সতীর্থদের দিয়ে করিয়েও যাচ্ছেন। আল-নাসরের ফরোয়ার্ড গত মৌসুমে লিগে রেকর্ড ৫০ গোল করেছিলেন। কিছুদিন আগে ছুঁয়েছেন ৯০০ ক্যারিয়ার গোলের মাইলফলক। অবসরের আগে তার লক্ষ্য ১ হাজার ক্যারিয়ার গোল। এই মৌসুমেও গোলের পর গোল করছেন। সবমিলিয়ে রোনালদো ব্যক্তিগত সামর্থ্যের ক্ষেত্রে নতুন এক উচ্চতা সেট করে দিয়েছেন।  

রোনালদোকে দেখে নিজেও উৎসাহিত হচ্ছেন আরেক 'বুড়ো' লেভানদোভস্কি। তার মতে, রোনালদোর এমন সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে তার 'রাগ'। আগামী ১২ অক্টোবর পর্তুগালের মুখোমুখি হওয়ার আগে প্রতিদ্বন্দ্বীকে প্রশংসায় ভাসিয়ে লেভা বলেন, 'রোনালদো ইতিহাসের অনেক পৃষ্ঠার রচয়িতা এবং সে তার চারপাশে থাকা সবার জন্য বারের উচ্চতা বাড়িয়ে চলছেন। সম্ভাব্য সব কিছু অর্জন করেছেন তিনি। '

লেভা আরও বলেন, '৩৯ থেকে ৪০ বছরে পা দিতে যাচ্ছে রোনালদো। সে যেভাবে রাগ প্রকাশ করে বা নার্ভাস হয়, তাতে তার উচ্চাকাঙ্ক্ষা স্পষ্ট হয়ে যায়। যদি তার রাগ না থাকতো, তাহলে হয়তো মনে হতো সে শুধু খেলার জন্যই খেলছে। কিন্তু তার খেলার আগ্রহ পরিষ্কার এবং শারীরিকভাবে সে খুবই ভালো অবস্থায় আছে। যা থেকে বোঝা যায়, তার বেছে নেওয়া পথটি সফলতার। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে তার সংখ্যা উপরের দিকেই যাচ্ছে। অবশ্যই সে ব্যতিক্রম এবং আর মতো ব্যতিক্রম খুব কমই আছে। '

শনিবার উয়েফা নেশনস লিগের ম্যাচে মুখোমুখি হবেন রোনালদো ও লেভা, যেখানে পর্তুগালের বিপক্ষে মাঠে নামবে পোল্যান্ড। রোনালদোর এত প্রশংসা করলেও লেভা বলছেন, ম্যাচে কোনো ছাড় দেবেন না তারা। তিনি বলেন, 'রোনালদো ক্যারিয়ারে যা অর্জন করেছে এবং সে নিজের অর্জন ও নাম্বার দিয়ে ফুটবলের ইতিহাসে যে প্রভাব ফেলেছে, তা আমি পুরোপুরি বুঝতে পারছি। এটা ইতিহাসে অমর হয়ে থাকবে। কিন্তু ম্যাচের কথা বললে, আমি এটাকে শুধু দুই দলের ম্যাচ হিসেবেই দেখছি এবং পর্তুগালের বিপক্ষে আমাদের দল হিসেবে খেলতে হবে। তাদের অনেক দারুণ খেলোয়াড় আছে, আগে যাদের মুখোমুখি আমি হয়েছি এবং কী ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে আমি জানি। '

পর্তুগালের জার্সিতে ২১৪ ম্যাচ খেলে ১৩২ গোল করেছেন রোনালদো। সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলের মালিক এই বয়সেও ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন। অন্যদিকে লেভা নিজেও ওই বিশ্বকাপে খেলার অপেক্ষায় আছেন। যদিও তার নিজের বয়স এখন ৩৬ বছর।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।