ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

কিংসের বিপক্ষে আবাহনীর ‘প্রথম’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
কিংসের বিপক্ষে আবাহনীর ‘প্রথম’ গোলের পর সতীর্থদের নিয়ে সুমন রেজার উদযাপন। ছবি: সংগৃহীত

সময়টা ভালো যাচ্ছে না বসুন্ধরা কিংসের। চারদিনের ব্যবধানে পরপর দুই ম্যাচে হারল তারা।

আজ প্রিমিয়ার লিগে বর্তমান চ্যাম্পিয়নদের ১-০ গোলে হারিয়েছে ঢাকা আবাহনী। এর আগে গত বুধবার ফেডারেশন কাপে ফর্টিসের কাছে হেরেছে কিংস।

চলতি মৌসুমে কোনো বিদেশি ছাড়াই দল গড়েছে আবাহনী। সেই তুলনায় অপেক্ষাকৃত শক্তিশালী কিংস। কিন্তু মাঠের খেলায় এর কোনো ছাপই পড়েনি। তাই প্রিমিয়ার লিগ ইতিহাসে এই প্রথম কিংসের বিপক্ষে জয়ের দেখা পেল আবাহনী।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামের আবাহনীর জয়সূচক গোলটি আসে ম্যাচের দ্বিতীয় মিনিটে। শাহরিয়ার ইমনের ক্রস থেকে হেডে জাল কাঁপান সুমন রেজা। সেই এক গোলই কিংসকে ব্যাকফুটে ঠেলে দেয়। যদিও সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল বটে। কিন্তু ৫৩ মিনিটে মিগেল দামাসেনার নেওয়া পেনাল্টি কিক ঠেকিয়ে দেন আবাহনী গোলরক্ষক মিতুল মারমা। এছাড়া বেশ কয়েকটি ভালো সেভও দিয়েছেন তিনি।

 চলতি মৌসুমে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে আবাহনী। সমান ম্যাচে সবকটিতে জিতে শীর্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ পুলিশ এফসিকে ৩-১ গোলে হারিয়েছে তারা।   অন্যদিকে ৪ ম্যাচে ২ জয় ও ২ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে কিংস।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪ 
এএইচএস

 
  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।