ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সিরাজগঞ্জে বসুন্ধরা গ্রুপ আব্দুর রশিদ বাবলা স্মৃতি ফুটবল লীগের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
সিরাজগঞ্জে বসুন্ধরা গ্রুপ আব্দুর রশিদ বাবলা স্মৃতি ফুটবল লীগের উদ্বোধন

সিরাজগঞ্জ: তৃণমূল ফুটবলকে জাগিয়ে তুলতে সিরাজগঞ্জে বসুন্ধরা গ্রুপ আব্দুর রশিদ বাবলা স্মৃতি ফুটবল লীগ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জ পৌর শহরের রহমতগঞ্জ সুতাকল মাঠে এ খেলার উদ্বোধন করা হয়।

ফুটবল লীগের উদ্বোধন করেন সিরাজগঞ্জের ৮০’ দশকের কীর্তিমান ফুটবল খেলোয়াড় বুলবুল হাসান, রাশিদুল হাসান কোরাইশী, শামসুল আলম তালুকদার, মাহমুদুল আলম খোকন, ভিপি সালাউদ্দিন, আব্দুল কাইয়ুম খান, টিটু কাজি, আল-আমিন ও রাজিউল হাসান।  

ফুটবল লীগে জুপিটার একাদশ, নেপচুন একাদশ, গ্রীন আর্থ একাদশ ব্লুস্টার একাদশ, হোয়াইট স্টোন একাদশ ও ব্লাক ডায়মন্ড একাদশ নামে ছয়টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনের দিন জুপিটার একাদশ ও ব্লাক ডায়মন্ড একাদশ অংশ গ্রহণ করেন। ৬০ মিনিটের খেলায় কোনো দলই গোল করতে সক্ষম হয়নি।

বসুন্ধরা কিংস ফুটবল ক্লাবের প্রেসিডেন্ট ইমরুল হাসান ও বসুন্ধরা গ্রুপ ফুটবল লীগের পৃষ্ঠপোষকতা করছেন।  

তৃণমূল পর্যায়ে ফুটবল নিয়ে কাজ করায় স্থানীয় দর্শকসহ আয়োজক কমিটির আহ্বায়ক আল-আমিন ও রাজিউল বসুন্ধরা কিংসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সাবেক ফুটবলারদের দাবি, নতুন প্রজন্মকে মাদকসহ বিভিন্ন অপকর্ম থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ভালো মানুষ, ভালো লিডারশিপ খেলাধুলার মাধ্যমেও হওয়া সম্ভব। আশা করছি বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় ফুটবল টুর্নামেন্টগুলো থেকে জাতীয় মানের ফুটবলার তৈরি হবে।

বাংলাদেশ সময়: ০৮২৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
আরএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।