ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

বিচ ফুটবলে চ্যাম্পিয়ন বাকখালী

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
বিচ ফুটবলে চ্যাম্পিয়ন বাকখালী

প্রথমবারের মতো বিচ ফুটবল আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। একদিনের এ টুর্নামেন্ট কক্সবাজারের স্থানীয় দল নিয়েই করা হয়েছে।

টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাকখালী। লাবনীকে ৫-৪ গোলে হারিয়ে শিরোপা জিতেছে তারা।

প্রতিযোগিতা বাফুফে আয়োজন করলেও ব্যবস্থাপনা ছিল মূলত কক্সবাজার জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের। আয়োজনের মূল লক্ষ্য সরকারের তারুণ্যের উৎসবে অংশীদার হওয়া।  

বিচ ফুটবল ফেডারেশনের অধীনে আয়োজিত না হলেও একবার ফুটসাল হয়েছিল। সেই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাদার্স ইউনিয়ন। বাফুফের নতুন কমিটি দায়িত্ব নেয়ার পর বিচ ফুটবলের অচলায়তন কিছুটা হলেও ভাঙতে পেরেছে। প্রিমিয়ার লিগের ক্লাব ফর্টিজ এফসির সভাপতি শাহীন হাসান এ কমিটির প্রধান।

বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
এআর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।