সুখবর নিয়ে খেলতে নেমেছিলো বার্সেলোনা। সব রকম ঝামেলা মিটিয়ে লম্বা সময় পর দানি ওলমো ও পাও ভিক্তরকে নিবন্ধন করানোর অনুমতি পেয়েছে তারা।
গতকাল রাতে সৌদি আরবের জেদ্দায় সেমিফাইনালের ম্যাচে আথলেতিক বিলবাওকে ২-০ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। প্রথমার্ধে গাভি দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান লামিনে ইয়ামাল। দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ ও মায়োর্কার বিপক্ষে জয়ী দলকে ফাইনালে মোকাবেলা করতে কাতালানরা।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে বার্সেলোনা। পঞ্চম মিনিটে এগিয়ে যেতে পারত তারা। কিন্তু জুল কুন্দের পাস থেকে আসা বল উড়িয়ে মারেন রাফিনিয়া। তবে সপ্তদশ মিনিটে দলকে এগিয়ে নেন গাভি। পেদ্রি থেকে আসা বল টেনে নিয়ে আলেহান্দ্রো বাল্দে খুঁজে নেন স্প্যানিশ এই মিডফিল্ডারকে। বক্স থেকে প্রথম স্পর্শেই জাল খুঁজে নেন তিনি।
বিরতির পর ব্যবধান বাড়ান ইয়ামাল। প্রথম গোল করা গাভির পাস থেকে বল টেনে নিয়ে বক্সে ঢুকে লক্ষ্যভেদ করেন ইনজুরি থেকে ফেরা এই ফরোয়ার্ড। নিজেদের এই পারফরম্যান্স পরবর্তী সময়েও বজায় রাখে বার্সেলোনা। তবে আর গোলের দেখা পায়নি। অবশেষে জয় নিয়ে মাঠ ছাড়ে হান্সি ফ্লিকের শিষ্যরা।
বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৫
আরইউ