বাংলাদেশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আবাহনী লিমিটেড। আজ তৃতীয় স্থানে থাকা রহমত গঞ্জের বিপক্ষে মাঠে নেমেছিল তারা।
আবাহনীর সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ থাকলেও তা কাজে লাগাতে পারেনি রহমতগঞ্জ। এবারের মৌসুমে শিরোপা আশা নেই বলেলেই চলে আবাহনীর। তবে শীর্ষে থাকা মোহামেডানের সঙ্গে কিছুটা পয়েন্ট ব্যবধান কমিয়েছে তারা।
ম্যাচের শুরুটা ছিল ম্যাড়ম্যাড়ে। কোনও দলই সেভাবে গোলের সুযোগ তৈরি করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে খেলার গতি বাড়ায় আবাহনী। আবাহনী প্রথম ভালো সুযোগটি তৈরি করে ৫৫তম মিনিটে। বাইলাইনের একটু ওপর থেকে সতীর্থের বাড়ানো কাট ব্যাক পেয়ে ছোট বক্সের ওপর থেকে উড়িয়ে মারেন মাহাদি ইউসুফ।
কাঙ্ক্ষিত গোলের দেখা আবাহনী পেয়ে যায় ৬৮তম মিনিটে। ডান দিক থেকে আসা আসাদুজ্জামান বাবলুর ক্রস ক্লিয়ার করতে পারেননি ডিফেন্ডাররা। কয়েক পা ঘুরে বল চলে যায় বক্সে অরক্ষিত শাকিলের কাছে; তার শট ঝাঁপিয়েও আটকাতে পারেননি মামুন আলিফ।
৭১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারত। তাজউদ্দিন বক্সে মাহাদিকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পোস্টের বাইরে শট নিয়ে হতাশায় মুখ ঢাকেন ইব্রাহিম। স্পট কিক ঠেকাতে আগেই ডান দিকে সরে গিয়েছিলেন রহমতগঞ্জ গোলকিপার; বাঁ দিকে রাখলেই গোল পেতেন ইব্রাহিম, কিন্তু দোটানায় ভুগে তিনি মেরে বসেন বাইরে।
যোগ করা সময়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। কর্নারের সময় বক্সে অবস্থান করা নিয়ে দুই পক্ষের মধ্যে আচমকাই শুরু হয় ধাক্কাধাক্কি, হাতাহাতি। হাসান মুরাদ ও মাহমুদ ওশিকে হলুদ কার্ড দেখিয়ে রেফারি পরিস্থিতি শান্ত করেন।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
এআর/আরইউ