প্রিমিয়ার লিগ হোক বা চ্যাম্পিয়নস লিগ- চলতি মৌসুমে দুটোতেই লিভারপুলের আধিপত্য। তবে কি বর্তমানে ইউরোপের সেরা দল তারা? কোচ আর্নে স্লট অবশ্য তা মানছেন না।
চ্যাম্পিয়নস লিগে আজ ফরাসি ক্লাব লিলের মুখোমুখি হবে লিভারপুল। ৬ ম্যাচে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে শেষ ষোলো অনেকটাই নিশ্চিত ফেলেছে তারা। তাই আজও পরিষ্কার ফেভারিট হিসেবে নামবে মাঠে।
প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে হারায় লিভারপুল। সেই ম্যাচের শেষে লিভারপুলকে বিশ্বের সেরা হিসেবে অ্যাখ্যায়িত করেন ব্রেন্টফোর্ড কোচ ফ্রাঙ্ক থমাস।
জবাবে স্লট বলেন, ‘আমার মনে হয়, এসব বলা (সেরা) কিছুটা বাড়াবাড়ি। আমাদের এখনো অনেক দলের মুখোমুখি হওয়া বাকি। তবে একজন কোচের কাছ থেকে এমন প্রশংসা পেলে সবসময়ই ভালো লাগে যে কি না প্রিমিয়ার লিগে নিজেকে প্রমাণ করেছে। ’
আজ লিভাপুলের জন্য ভয়ের কারণ হলো সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ২১ ম্যাচ অপরাজিত লিল। চ্যাম্পিয়নস লিগে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের আটেও আছে তারা।
স্লট বলেন, ‘আমরা যখন খেলতে নামি, তখন আমাদের লক্ষ্য থাকে জেতার। দেখলে মনে হবে যে, এক নম্বরে থাকা মানেই সেরা অবস্থানে থাকা, কিন্তু এই লিগ টেবিলটা বেশ অদ্ভুত। কারণ প্রতি সপ্তাহে, যখন নিচের দলের সঙ্গেও খেলা পড়ে, তাদেরও কঠিন প্রতিপক্ষ মনে হয়। কারণ এর আগে মুখোমুখি হইনি কখনো। তাই পয়েন্ট টেবিল দেখে বিচার করা সম্ভব নয়, বর্তমানে কে সেরা। আমরা এখনো একই দলের বিপক্ষে ফের খেলিনি। ’
বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
এএইচএস