চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে লিভারপুল। গতকাল রাতে লিলকে হারিয়ে সাত ম্যাচের সবগুলোতেই তুলে নিয়েছে জয়।
ঘরের মাঠে লিলকে ২-১ ব্যবধানে হারিয়েছে অল রেডসরা। প্রথমার্ধে মোহামেদ সালাহর গোলে তারা এগিয়ে যাওয়ার পর লিলকে বিরতির পর সমতায় ফেরান জোনাথন ডেভিড। পরে হার্ভি এলিয়টের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্না স্লটের শিষ্যরা।
নিজেদের মাঠে এগিয়ে যেতে লিভারপুল সময় নিয়েছে ৩৪ মিনিট। নিজেদের অর্ধেই বল পেয়ে টেনে নিয়ে সালাহকে খুঁজে নেন কার্টিন জোন্স। থ্রু পাস ধরে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে জাল খুঁজে নেন মিশরের এই তারকা। ইউরোপিয়ান প্রতিযোগিতায় এই স্ট্রাইকারের গোলসংখ্যা এখন ৫০।
বিরতির পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে লিল। এর মধ্যে ৫৯তম মিনিটে ধাক্কা খায় তারা। লুইস দিয়াসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় আইসা মান্দিকে। তিন মিনিট পর সমতায় ফেরে ফরাসি ক্লাবটি। হারাল্ডসনের বক্সের বাইরে থেকে নেওয়া শট প্রতিহত হয়ে ফিরে আসে। সেই বল ফিরতি শটে জালে পাঠান জোনাথন।
চার মিনিটের মধ্যেই এগিয়ে যায় লিভারপুল। বক্সের বাইরে থেকে দারুণ এক শটে জাল খুঁজে নেন এলিয়ট। লিলের একজননের গা স্পর্শ করে বলটি জালে গড়ায়। ফলে গোলরক্ষক কিছুই করতে পারেননি। এই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।
৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। আর সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিলের অবস্থান একাদশ স্থানে।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
আরইউ