ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে রিয়ালের প্রতিপক্ষ সিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৪, জানুয়ারি ৩১, ২০২৫
চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে রিয়ালের প্রতিপক্ষ সিটি ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। এদিকে বায়ার্ন মিউনিখ পেয়েছে সহজ প্রতিপক্ষ সেল্টিককে।

আর পিএসজি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ব্রেস্তকে। আজ ড্রয়ের মাধ্যমে দলগুলোর প্রতিপক্ষ নির্ধারণ করা হয়।  

নতুন নিয়মে গ্রুপপর্বে ১১তম স্থানে থেকে শেষ করেছিল রিয়াল। আর ম্যানচেস্টার হয়েছিল ২২তম। গ্রুপের প্রথম আট দল; যারা সরাসরি কোয়ালিফাই করেছিল তাদের মধ্যে ছিল না বায়ার্ন মিউনিখ ও পিএসজিও। পরবর্তী আট দল নির্ধারণে তাই প্লে-অফের ব্যবস্থা রাখা হয়েছিল।  

প্লে অফের প্রথম লেগ অনুষ্ঠিত হবে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি হবে । ১৮ ও ১৯ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় লেগ।

একনজরে প্লে অফের ড্র:
ক্লাব ব্রুগে-আতালান্তা
স্পোর্তিং লিসবন-বরুশিয়া ডর্টমুন্ড
ম‍্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ
সেল্টিক-বায়ার্ন মিউনিখ
জুভেন্টাস-পিএসভি আইন্দহোভেন
ফেইনুর্ড-এসি মিলান
ব্রেস্ত-পিএসজি
মোনাকো-বেনফিকা

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।