ঢাকা, শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

ফুটবল

সুদানের সঙ্গে ম্যাচ খেলা হয়নি বাংলাদেশের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪০, মার্চ ৮, ২০২৫
সুদানের সঙ্গে ম্যাচ খেলা হয়নি বাংলাদেশের

এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের প্রস্তুতি নিতে সৌদি আরবে ক্যাম্প করছে বাংলাদেশ ফুটবল দল। সেখানে ক্যাম্প করছে সুদানও।

তাদের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। আজ সেই ম্যাচটি আয়োজত হওয়ার কথা থাকলেও তা বাতিল হয়েছে। পরকবর্তীতে খেলার আশ্বাস দিয়েছেন দলটির কোচ। সৌদি থেকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান।  

সৌদি থেকে বাফুফের পাঠানো এক বার্তায় বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান বলেন, ‘সুদান দলের সঙ্গে আজ খেলা হওয়ার কথা ছিল। সুদানের কোচ ৮ বা ৯ মার্চের মধ্যে একদিন আমাদের সঙ্গে একটি ম্যাচ খেলতে চেয়েছিল। গতকাল রাতেও আজ খেলার কথা জানিয়েছিল। তবে সকালে তারা জানিয়েছে আজ খেলতে পারছে না। পরবর্তীতে তারা সময় জানাবে। ’

ভারতের বিপক্ষে প্রস্তুতির জন্য সুদানের ম্যাচটি বাংলাদেশের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচ নিয়ে বাংলাদেশ শিবিরে অনেক পরিকল্পনা থাকলেও খেলা হয়নি। আগামীকাল বা কখন খেলা হবে সেটা নির্ভর করছে মূলত সুদানের ওপরই। ভিসা বিলম্বে পাওয়ায় একদিন পর সৌদি আরব পৌঁছেছেন বাংলাদেশের সিনিয়র ডিফেন্ডার রহমত মিয়া। একদিন পিছিয়ে পড়লেও এতে সমস্যা দেখছেন না তিনি, ‘আমি দলের সঙ্গে ঢাকায়ও অনুশীলন করেছি। ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই। এখানে এসে আবার অনুশীলন শুরু করেছি। ’

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ৮, ২০২৫
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।