প্রায় দেড় বছর পর জাতীয় দলে ডাক পেয়েছিলেন নেইমার। কিন্তু ভাগ্য সহায় হয়নি তার।
বিশ্বকাপের বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছিলেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র। ১৭ মাস পর সেই স্কোয়াডে জায়গা পেয়েছেন নেইমার। আল হিলাল থেকে শৈশবের ক্লাব সান্তোসে পাড়ি জমিয়ে ভালোই ফর্মে ছিলেন এই তারকা। তবে ভাগ্য সহায় হয়নি তার।
গত সোমবার পাউলিস্তা চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে করিন্থিনিয়ান্সের বিপক্ষে সান্তোসের স্কোয়াডে ছিলেন না নেইমার। ধারণা করা হচ্ছিল বিশ্রামে রাখা হয়েছে তাকে। পরে জানা যায় চোট সমস্যার কথা। চিকিৎসকরা নিরীক্ষা করে সেটি নিশ্চিত করেন। আজ এক বিবৃতিতে বিষয়টি জানায় ব্রাজিল ফুটবল কনফেডারেশন। সেখানে এদেরসন ও দানিলোর বিষয়েও আপডেট দেওয়া হয়।
বিবৃতিতে ব্রাজিল জানায়, ‘কয়েক দিন ধরে ব্রাজিল জাতীয় দলের চিকিৎসকরা খেলোয়াড়দের শারীরিক অবস্থা নিয়ে নিয়মিত আমাদের জানাচ্ছিল, বিশেষ করে দানিলো, নেইমার ও এদেরসনের বিষয়ে। তাদের অবস্থা পর্যালোচনার পর, জাতীয় দলের চিকিৎকসকরা প্রত্যেক খেলোয়াড়ের শারীরিক অবস্থা আমাদের জানিয়েছে। সেই বিবেচনায় আমরা লিওঁর লুকাস পেরি, ফ্লামেঙ্গোর আলেক্স সান্দ্রো ও রেয়াল মাদ্রিদের এন্দ্রিককে ডেকেছি। ’
বিশ্বকাপ বাছাইয়ে অবশ্য ভালো অবস্থানে নেই ব্রাজিল। ১২ ম্যাচে পাঁচ জয় ও তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে রয়েছে তারা। ৭ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৫
আরইউ