ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

ফুটবল

১২০ মিনিটের নাটকীয় লড়াই জিতে সেমিতে পর্তুগাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৩, মার্চ ২৪, ২০২৫
১২০ মিনিটের নাটকীয় লড়াই জিতে সেমিতে পর্তুগাল

ম্যাচের শুরু হয় ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি মিস দিয়ে। এরপর আত্মঘাতী গোলে এগিয়ে যায় তার দল।

পরে অবশ্য ডেনমার্ক সেটি শোধ করে। রোনালদোর গোলেই ফের এগিয়ে যায় পর্তুগাল। শেষদিকে চমক দেখালেন ফ্রানসিসকো ত্রিনকাও। দারুণ গোলে খেলা নিয়ে গেলেন অতিরিক্ত সময়ে। সেখানেও ব্যবধান গড়ে দিলেন তিনি ও গনসালো রামোস।  

নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে গতকাল রাতে ১২০ মিনিটের লড়াইয়ে ডেনমার্ককে ৫-২ ব্যবধানে হারায় পর্তুগাল। আগের লেগে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা ড্যানিশদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-৩ অগ্রগামিতায় সেমিফাইনাল নিশ্চিত করেছে পর্তুগাল। আগামী জুনের ৫ তারিখ জার্মানির বিপক্ষে লড়বে তারা।

লিসবনে ম্যাচের ষষ্ঠ মিনিটেই দারুণ সুযোগ পায় পর্তুগাল। ডি-বক্সে রোনালদো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। তবে পর্তুগিজ তারকা হতাশ করেন দুর্বল শটে। ডেনমার্ক গোলরক্ষক যা সহজেই হাতে বন্দি করে নেন। তবে এগিয়ে যেতে বেশি সময় লাগেনি। ৩৮তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল ক্লিয়ার করতে গিয়ে হেডে নিজেদের জালে পাঠান ড্যানিশ ডিফেন্ডার ইওয়াখিম আন্ডেরসেন।  

বিরতির পর সমতায় ফেরে ডেনমার্ক। ক্রিস্টিয়ান এরিকসেনের ক্রস থেকে হেডে গোলটি করেন গাসমুস ক্রিস্টেনসেন। ৭২তম মিনিটে পর্তুগিজদের আবার এগিয়ে নেন রোনালদো। ব্রুনো ফের্নান্দেসের শট গোলরক্ষকের হাতে লেগে বাধাগ্রস্ত হয়। বক্সে থাকা রোনালদো পায়ের টোকায় সেটি জালে পাঠিয়ে দেন।  

৭৬তম মিনিটে ড্যানিশদের ফের সমতায় ফেরান এরিকসেন। দগুর বাড়ানো বল বক্স থেকে জালে পাঠিয়ে দেন এই ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার। বাকি সময়টা একাই রাজত্ব করেন বদলি নামা ত্রিনকাও। ৮৬তম মিনিটে দারুণ গোলে দলকে দুই লেগ মিলিয়ে সমতায় রাখেন তিনি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও গোল করে দলকে উচ্ছ্বাসে ভাসান তিনি। ১১৫তম মিনিটে শেষ পেরেকটি ঠুকে দেন রামোস।  

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।