ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

‘এত মনোযোগী খেলোয়াড় আমি আগে দেখিনি’—রোনালদোর পেশাদারিত্বে মুগ্ধ আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৩, এপ্রিল ১৫, ২০২৫
‘এত মনোযোগী খেলোয়াড় আমি আগে দেখিনি’—রোনালদোর পেশাদারিত্বে মুগ্ধ আনচেলত্তি কার্লো আনচেলত্তি ও ক্রিস্টিয়ানো রোনালদো/সংগৃহীত ছবি

রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি তার সাবেক তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর পেশাদারিত্ব ও মনোযোগের ভূয়সী প্রশংসা করেছেন।  

সুইস রেডিও আরসিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, 'রোনালদো শুধু শারীরিক ও কারিগরি দিক থেকে নয়, মানসিকভাবে যেভাবে নিজেকে গড়েছে—সেটাই তাকে সবার থেকে আলাদা করেছে।

'

২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত রিয়াল মাদ্রিদে আনচেলত্তির অধীনে খেলে রোনালদো ১০১ ম্যাচে করেছেন ১১২ গোল, অ্যাসিস্ট ৪৭টি— গড়ে প্রতি ৫৪ মিনিটে অন্তত একটি গোল বা অ্যাসিস্ট!

আনচেলত্তির ভাষায়, 'রোনালদো প্রাকৃতিকভাবে প্রতিভাবান, কিন্তু তিনি নিজের প্রতিভার সঙ্গে যুক্ত করেছেন অনন্য মনোযোগ, প্রস্তুতি আর পেশাদারিত্ব। আমি কখনো এত মনোযোগী, এত ফোকাসড খেলোয়াড় দেখিনি। সে নিঃসন্দেহে অন্যদের জন্য এক অনুকরণীয় উদাহরণ। '

বর্তমানে সৌদি ক্লাব আল-নাসরের হয়ে খেলছেন রোনালদো। অন্যদিকে আনচেলত্তির নেতৃত্বাধীন রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আর্সেনালের বিপক্ষে ৩-০ ব্যবধান ঘোচানোর মিশনে মাঠে নামবে, যেখানে শিরোপারর আশায় বুক বেঁধেছে মাদ্রিদিস্তারা।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।