মেজর লিগ সকারে কলম্বাস ক্রুর ঘরের মাঠে আজ খেলার কথা ছিল ইন্টার মায়ামির। কিন্তু স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা ২০ হাজারের একটু বেশি।
হান্টিংটন ব্যাংক ফিল্ডে সরিয়ে নেওয়া ম্যাচটি গড়ে দর্শকের রেকর্ডও। মাঠে এদিন দর্শক ছিল ৬০ হাজার ৬১৪ জন। কলম্বাস ক্রুর ইতিহাসে এত দর্শক উপস্থিতি আগে কখনও হয়নি। রেকর্ড এই ম্যাচে স্বাগতিক ক্লাবকেই ১-০ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। একমাত্র গোলটি করেন বেনহামিন ক্রেমাস্কি।
গোলাপি জার্সিতে ছেয়ে যাওয়া স্টেডিয়ামে ২৯তম মিনিটে সুযোগ পায় কলম্বাস। কিন্তু নিজেদের গোলরক্ষক নৈপুণ্যে বেঁচে যায় মায়ামি। পরের মিনিটেই এগিয়ে যায় মেসির দল। দুর্দান্ত হেডে দলকে এগিয়ে নেন ক্রেমাস্কি।
৪২তম মিনিটে সুযোগ পান মেসি। কিন্তু তার শট একজনের পায়ে লেগে দিক পাল্টে চলে যায় বাইরে। প্রথমার্ধের যোগ করা সময়ে আরও একটি সুযোগ পান তিনি। তবে বাঁকানো শটটি বাইর দিয়েই চলে যায়। বিরতির পর আর কোনো ভালো সুযোগ তৈরি করতে পারেনি কেউই। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে মায়ামি।
এই জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে মায়ামি। এক ম্যাচ বেশি খেলে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ও দুইয়ে রয়েছে শার্লট এফসি ও সিনসিনাটি এফসি।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
আরইউ