ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

ফুটবল

চিলি ও কলম্বিয়ার বিপক্ষে জুনে মাঠে নামছে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৮, মে ২, ২০২৫
চিলি ও কলম্বিয়ার বিপক্ষে জুনে মাঠে নামছে আর্জেন্টিনা আর্জেন্টিনা ফুটবল দল/সংগৃহীত ছবি

ইতোমধ্যেই ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করা আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল জুন মাসে দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে দুটি ম্যাচ খেলবে। প্রতিপক্ষ চিলি ও কলম্বিয়া।

এ ছাড়া বছর শেষের দিকে একটি প্রীতি ম্যাচেও মাঠে নামতে পারে লিওনেল স্কালোনির দল, সম্ভাব্য প্রতিপক্ষ আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা।

বাছাইপর্বে চূড়ান্ত দুই লড়াই

আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) নিশ্চিত করেছে, আগামী ৫ জুন সান্তিয়াগোতে চিলির বিপক্ষে ও ১০ জুন বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা।

যদিও আর্জেন্টিনার জন্য ম্যাচগুলো আনুষ্ঠানিকতা মাত্র, তবে প্রতিপক্ষদের জন্য এগুলো বাঁচা-মরার লড়াই।

চিলি রয়েছে পয়েন্ট তালিকার শেষে (১০ নম্বরে), তাদের অর্জন মাত্র ১০ পয়েন্ট। এই ম্যাচে হারলে তারা বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে।

অন্যদিকে, কলম্বিয়া অবস্থান করছে ষষ্ঠ স্থানে, ২০ পয়েন্ট নিয়ে। তারা এখনও প্লে-অফে খেলার লড়াইয়ে রয়েছে, তবে পরপর দুই ম্যাচে হেরে গেলে এবং ভেনেজুয়েলা জয় পেলে তাদের স্বপ্নও ধূলিসাৎ হয়ে যেতে পারে।

ফিফার সম্ভাব্য শাস্তির মুখে আর্জেন্টিনা

ফিফা এই ম্যাচে আর্জেন্টিনাকে শাস্তি দিতে পারে দর্শকসংখ্যা কমিয়ে। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে মনুমেন্টাল স্টেডিয়ামের ধারণক্ষমতা সীমিত করা হতে পারে। এর পেছনে কারণ—ইকুয়েডর, উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচে দেরিতে খেলা শুরু, বর্ণবৈষম্যমূলক আচরণ, মাঠে দর্শকদের ঢুকে পড়া এবং মারাকানায় শৃঙ্খলাভঙ্গ।

ফিফা জরিমানার পাশাপাশি স্টেডিয়ামে দর্শকসংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নিতে পারে বলে জানিয়েছে সূত্র।

নভেম্বরে হতে পারে অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচ

এ বছর শেষে আরও কিছু প্রীতি ম্যাচ খেলতে পারে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। একটি এশীয় দেশের সঙ্গে অক্টোবরে ম্যাচের আলোচনা চলছে। পাশাপাশি অ্যাঙ্গোলার বিপক্ষে নভেম্বরে একটি ম্যাচ আয়োজন নিয়ে দুই দেশের ফেডারেশনের মধ্যে প্রাথমিক সমঝোতা হয়েছে।

বিশ্বকাপের সাত মাস আগে এই ম্যাচ হতে পারে স্কালোনির দলের প্রস্তুতির অংশ।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।