ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

ফুটবল

রাফিনহা-ফেরমিনের গোলে শীর্ষস্থান আরও মজবুত করল বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৬, মে ৪, ২০২৫
রাফিনহা-ফেরমিনের গোলে শীর্ষস্থান আরও মজবুত করল বার্সা গোলের পর ফেরমিন লোপেজের উদযাপন/সংগৃহীত ছবি

লা লিগায় শিরোপা দৌড়ে বড় এক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা। শনিবার রাতে এস্তাদিও হোসে জোরিল্লায় পিছিয়ে পড়েও রিয়াল ভায়াদলিদকে ২-১ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নিল হান্সি ফ্লিকের দল।

চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগ সামনে রেখে এই ম্যাচে দলে বড়সড় রদবদল করেছিলেন ফ্লিক—প্রথম একাদশে নয়টি পরিবর্তন! তরুণদের ভরসায় মাঠে নেমে শুরুটা যদিও প্রত্যাশিত ছিল না।

মাত্র ৯ মিনিটেই এগিয়ে যায় ইতোমধ্যে অবনমিত হয়ে যাওয়া ভায়াদলিদ। ইভান সানচেজের দূরপাল্লার শটটি এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে যায়—বার্সা গোলরক্ষকের কিছুই করার ছিল না।

প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন অভিষিক্ত তরুণ মিডফিল্ডার দানি রদ্রিগেজ। তার বদলি হিসেবে ৩৮তম মিনিটে মাঠে নামেন লামিন ইয়ামাল। আর তার আগমনে যেন নতুন প্রাণ ফিরে পায় বার্সা।

দ্বিতীয়ার্ধে গতি তোলে আক্রমণভাগ। ৬৪তম মিনিটে বক্সের বাইরে থেকে নিচু শটে বল জালে পাঠিয়ে স্কোরলাইন সমতায় আনেন রাফিনহা—এটি ছিল তার লা লিগার ১৬তম গোল।

মাত্র ছয় মিনিট পরেই বার্সাকে এগিয়ে দেন ফেরমিন লোপেজ। ইয়ামালের পাস থেকে পাওয়া বলটি দারুণভাবে প্লেস করে জালে পাঠান এই তরুণ মিডফিল্ডার।

এরপর আরও কয়েকবার গোলের সুযোগ তৈরি করে বার্সেলোনা। রাইট-ব্যাক হেক্টর ফোর্টের একটি শট পোস্টে লেগে ফিরে আসে, আর ইয়ামালের একটি প্রচেষ্টা গোললাইন থেকে সেভ করে প্রতিপক্ষ রক্ষণ।

লা লিগায় এই নিয়ে টানা ১৫ ম্যাচ অপরাজিত বার্সেলোনা, যার মধ্যে ১৩টিই জয়। ভায়াদলিদের বিপক্ষে শেষ ১৯ ম্যাচের ১৭টিতেই জয় পেয়েছে তারা।

এই জয়ে ৩৪ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট এখন ৮৫। রিয়াল মাদ্রিদ আছে ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, যাদের একটি ম্যাচ কম খেলা। তারা যদি রবিবার সেল্তা ভিগোর বিপক্ষে জয় পায়, তবে ব্যবধান নেমে আসবে চার পয়েন্টে।

তবে আগামী ১১ মে রয়েছে মর্যাদার লড়াই—এল ক্লাসিকো। কাতালুনিয়ায় অনুষ্ঠিতব্য এই ম্যাচে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। সেই ম্যাচই হয়তো অনেকাংশে নির্ধারণ করে দেবে লা লিগার শিরোপা কাদের ঘরে যাবে।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।