ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

ফুটবল

‘বিদেশি কোচ দরকার নেই’—আনচেলত্তির নিয়োগে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার প্রতিক্রিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৭, মে ১৪, ২০২৫
‘বিদেশি কোচ দরকার নেই’—আনচেলত্তির নিয়োগে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার প্রতিক্রিয়া লুলা দা সিলভা এবং কার্লো আনচেলত্তি/সংগৃহীত ছবি

ব্রাজিলের জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে ইতালির কার্লো আনচেলত্তির নিয়োগ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি বলেন, “ব্রাজিলের নিজস্ব কোচরাই সেলেসাওদের পরিচালনার জন্য যথেষ্ট যোগ্য।

রিয়াল মাদ্রিদের কোচ আনচেলত্তি সোমবার ব্রাজিল দলের দায়িত্ব পান। ১৯৬৫ সালের পর তিনিই প্রথম বিদেশি যিনি এই দায়িত্বে এলেন। আগামী বছরের বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই সেলেসাওর হাল ধরেছেন তিনি।

লুলা বলেন, “আমি বিদেশি হওয়ার কারণে তার বিরোধিতা করছি না। কিন্তু আমার বিশ্বাস, ব্রাজিলে যথেষ্ট যোগ্য কোচ আছেন যারা জাতীয় দল পরিচালনায় সক্ষম। ”

চীনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লুলা এই মন্তব্য করেন।

এর আগে ২০২৩ সালেও তিনি আনচেলত্তির সম্ভাব্য নিয়োগ নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। সে সময় তিনি বলেছিলেন, “তিনি তো কখনোই ইতালির জাতীয় দলের কোচ হননি। তাহলে তিনি কেন ব্রাজিলের সমস্যা সমাধান করবেন? তার বরং নিজের দেশের দলের অবস্থা দেখা উচিত, যারা ২০২২ সালের বিশ্বকাপেও যোগ্যতা অর্জন করতে পারেনি। ”

তবে মঙ্গলবার লুলা আনচেলত্তিকে "চমৎকার টেকনিশিয়ান" হিসেবে স্বীকৃতি দিয়ে বলেন, “আশা করি তিনি ব্রাজিল দলকে বিশ্বকাপে জায়গা করে দিতে এবং সম্ভব হলে শিরোপা জেতাতে সাহায্য করবেন। ”

এখন পর্যন্ত বিশ্বকাপ কোয়ালিফায়ারে ব্রাজিল ১৪ ম্যাচে ২১ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে রয়েছে। এগিয়ে আছে আর্জেন্টিনা, উরুগুয়ে ও ইকুয়েডর। ২০২৬ বিশ্বকাপে লাতিন আমেরিকার শীর্ষ ছয় দল সরাসরি সুযোগ পাবে।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।