বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আন্তর্জাতিক বিরতিতে চিলি ও কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচগুলোকে সামনে রেখে ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি।
আগের ম্যাচগুলোতে মেসির অনুপুস্থিতিতেও দল অবশ্য দুর্দান্ত ছিলো। শক্তিশালী দুই দল উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে জয় নিয়ে নিশ্চিত করেছে বিশ্বকাপ। মেসি ছাড়াও ঘোষিত দলে জায়গা পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা ফরোয়ার্ড আলেহান্দ্রো গার্নাচো। ১৯ বছর বয়সী এই তারকাকে দলে নেওয়ার কারণ হিসেবে কোচ স্কালোনি বলেছেন, ‘সে প্রতিভাবান এবং দলের হয়ে নতুন কিছু বয়ে নিয়ে আনতে পারে। ’
এদিকে নিষেধাজ্ঞার কারণে দলে নেই অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি এবং মিডফিল্ডার এনসো ফের্নান্দেস ও পারেদেস। ইনজুরির কারণে স্কোয়াডের বাইরে রয়েছেন পাওলো দিবালা ও গনসালো মন্তিয়েলও।
আগামী ৫ জুন দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ১০ জুন নিজেদের ঘরের মাঠ বুয়েনস আইরেসে কলম্বিয়ার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা। কলম্বিয়া আপাতত রয়েছে ছয় নম্বরে। আর তলানিতে অবস্থান চিলির। ১৪ ম্যাচে ১০টি জয় ও ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা।
২৮ সদস্যের আর্জেন্টিনা দল
- গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস, হেরেনিমো রুলি, ওয়াল্তার বেনিতেস।
- ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, ক্রিস্তিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, ভালেনতিন বারকো।
- মিডফিল্ডার: আলেক্সিস মাক আলিস্তার, লেয়ান্দ্রো পারেদেস, নিকোলাস দমিঙ্গেস, এসকিয়েল পালাসিওস, রদ্রিগো দে পল, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, এনসো ফের্নান্দেস।
- ফরোয়ার্ড: লিওনেল মেসি, নিকো পাস, হুলিয়ান আলভারেস, লাওতারো মার্তিনেস, নিকোলাস গঞ্জালেস, ভালেনতিন কাস্তেলানোস, আলেহান্দ্রো গারনাচো, গিলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া।
আরইউ