ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ফুটবল

রিয়ালের জয়ের রাতে ঘরের মাঠে হারল বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫০, মে ১৯, ২০২৫
রিয়ালের জয়ের রাতে ঘরের মাঠে হারল বার্সা ছবি: সংগৃহীত

গত ম্যাচে শিরোপা জেতার পর ভিয়ারিয়ালের বিপক্ষে গতকাল মাঠে নেমে হারতে হয়েছে বার্সেলোনাকে। অপরদিকে শিরোপা হারালেও ম্যাচ হারেনি রিয়াল মাদ্রিদ।

সেভিয়ার বিপক্ষে শুরুতে কষ্ট করলেও শেষদিকের দুই গোলে জয় তুলে নিয়েছে তারা।  

লা লিগার ম্যাচে গতকাল রাতে ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-২ ব্যবধানে হারে বার্সেলোনা। আরেক ম্যাচে সেভিয়াকে ২-০ ব্যবধানে হারায় রিয়াল মাদ্রিদ। ৩৭ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে তারা। সমান ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।  

প্রতিপক্ষের মাঠে এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি ভিয়ারিয়াল। চতুর্থ মিনিটে নিকোলাস পেপের পাস ধরে দারুণ শটে জাল খুঁজে নেন পেরেস। ৩৮তম মিনিটে বার্সাকে সমতায় ফেরান লামিনে ইয়ামাল। গার্সিয়া থেকে পাওয়া বল নিজের চেনা শটে জালে পাঠান তিনি। যোগ করা সময়ে দলকে এগিয়ে নেন ফের্মিন লোপেস। গার্সিয়ার ক্রস থেকেই বল জালে পাঠান তিনি।  

বিরতির পর ভিয়ারিয়ালকে সমতায় ফেরান সান্তি কোমেসানা। ইয়েরেমি পিনোর রক্ষণ চেরা পাস ধরে ঠাণ্ডা মাথায় ঠিকানা খুঁজে নেন তিনি। এরপর বেশ কয়েকটি আক্রমণ চালায় বার্সা। কিন্তু ভিয়ারিয়ারের রক্ষণ দেয়াল ভেদ করতে পারছিল না তারা। এদিকে ৮০তম মিনিটে উল্টো এগিয়ে যায় সফরকারী দল। সের্হি কার্দোনার ক্রস থেকে বুলেট গতির শটে স্টেগেনকে পরাস্ত করেন তাহন বুকানন। এই গোলেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে তারা।

আরেক ম্যাচে ঘরের মাঠে সেভিয়া শুরুর দিকেই পরিণত হয় ১০ জনের দলে। এমবাপেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন লোইক। দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি নামার পরই অহেলিয়া চুয়ামেনিকে ফাউল করেন ইসাক রোমেরো। শুরুতে হলুদ কার্ড দিলেও ভিএআরে ফাউলের ভয়াবহতা খতিয়ে দেখে পরে লাল কার্ড দেখান রেফারি। ৯ জনের দলে পরিণত হয় সেভিয়া।

এরপরেও গোলের দেখা পেতে কষ্ট করতে হয়েছে রিয়ালকে। ৭৫তম মিনিটে ডেডলক ভাঙেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি এই ফরোয়ার্ডের নিচু বুলেট গতির শট ঝাঁপিয়ে পড়া গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়ায়। ৮৭তম মিনিটে জয় নিশ্চিত করে দেন বেলিংহ্যাম। গার্সিয়ার হেড পাসে দূরের পোস্টে ফাঁকায় থাকা ইংলিশ মিডফিল্ডার লক্ষ্যভেদ করেন অনায়াসে।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।