ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ফুটবল

বৈরী আবহাওয়ায় কলকাতায় ফিরে গেছে বাংলাদেশ দলের ফ্লাইট

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪২, মে ২০, ২০২৫
বৈরী আবহাওয়ায় কলকাতায় ফিরে গেছে বাংলাদেশ দলের ফ্লাইট ছবি: সংগৃহীত

আজ স্থানীয় সময় বিকাল পাঁচটায় ঢাকায় পৌঁছানোর কথা ছিল বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দলের। বৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশকে বহনকারী ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট (6E 1105) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি।

পরিস্থিতির কারণে ফ্লাইটটি ভারতের কলকাতায় ফিরে গেছে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।  

বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের সঙ্গে মিডিয়া ম্যানেজার হিসেবে রয়েছেন বাফুফের মিডিয়া এক্সিকিউটিভ খালিদ মাহমুদ নওমি। মুঠোফোনে তিনি কলকাতা থেকে জানান, ‘বিমান ঢাকায় নামার জন্য অনেকক্ষণ চেষ্টা করেছে। কিন্তু পারেনি। পরবর্তীতে কলকাতায় ফিরে এসেছে। এই মুহূর্তে আমরা সবাই কলকাতায় বিমানের মধ্যেই বসে রয়েছি। জানি না এই অপেক্ষা কতক্ষণ করতে হয়। ’

সাফ অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ খেলতে এর আগে ভারতের অরুনাচলে যায় বাংলাদেশ দল। প্রতিযোগিতার ফাইনালে স্বাগতিক ভারতের কাছে টাইব্রেকারে হারে গোলাম রাব্বানী ছোটনের দল। গত পরশু রানার্সআপ হওয়ার পর গতকাল ভারতেই অবস্থান করে তারা। অবশেষে আজ কলকাতা হয়ে রওনা করে লাল সবুজের প্রতিনিধিরা।  

বাফুফে থেকে জানানো হয়েছে আবহাওয়ার উন্নতি হলে এবং দেশে ফেরার নতুন সময় নির্ধারণ হলে পরবর্তী আপডেট জানানো হবে। আপাতত দল কলকাতায় রয়েছে।

এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।