ঢাকা, বৃহস্পতিবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

ট্রাম্পের ‘গাজা শান্তি পরিকল্পনা’: ইসরায়েল ইস্যুতে ভোট পিছিয়ে দিল উয়েফা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৪, অক্টোবর ১, ২০২৫
ট্রাম্পের ‘গাজা শান্তি পরিকল্পনা’: ইসরায়েল ইস্যুতে ভোট পিছিয়ে দিল উয়েফা

গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক উদ্যোগ সফল হওয়ার সুযোগ দিতে আপাতত ইসরায়েলকে নিষিদ্ধ করার বিষয়ে ভোট স্থগিত করেছে উয়েফা।  

ফিফার সহসভাপতি ভিক্টর মন্টাগলিয়ানি এমনটাই জানিয়েছেন।

বুধবার লন্ডনে লিডার্স স্পোর্টস বিজনেস কনফারেন্সে তিনি বলেন, ফিফা কাউন্সিলের বৈঠকের এজেন্ডায় ইসরায়েলের তাৎক্ষণিক ভবিষ্যৎ নেই।  

তবে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)-এর দাবি ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে স্থগিত করার প্রস্তাব ফিফার দুটি কমিটিতে এখনো আলোচনায় রয়েছে।

সম্প্রতি জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞরা ফিফা ও উয়েফাকে ইসরায়েলকে স্থগিত করার আহ্বান জানানোর পর ইউরোপীয় গণমাধ্যমগুলো জানিয়েছিল, উয়েফা জরুরি সভা ডেকে ভোট আয়োজন করতে যাচ্ছে। তবে উয়েফা সে খবর নিশ্চিত বা অস্বীকার কোনোটি করেনি। মন্টাগলিয়ানি এবার স্পষ্ট করে জানালেন—ভোট আপাতত বন্ধ রাখা হয়েছে।

তিনি বলেন, ‘উয়েফা বলেছে তারা ভোট স্থগিত রাখবে এবং (ট্রাম্পের) শান্তি পরিকল্পনার জন্য অপেক্ষা করবে। তবে ইসরায়েল যেহেতু উয়েফার সদস্য, তাই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার উয়েফার। তাদের প্রক্রিয়া ও সিদ্ধান্তকে আমি সম্মান করি। ’

ফিলিস্তিন এর আগেও একাধিকবার ফিফাকে ইসরায়েলকে নিষিদ্ধ করার অনুরোধ জানিয়েছে। সর্বশেষ ২০২৪ সালের মে মাসে ব্যাংককে ফিফা কংগ্রেসে এ বিষয়ে প্রস্তাব করা হয়। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এরপর ‘স্বাধীন আইনি বিশ্লেষণ’ করার নির্দেশ দেন, যা অক্টোবর মাসে শৃঙ্খলা ও গভর্নেন্স কমিটির হাতে জমা পড়ে। তবে এরপর আর কোনো আপডেট পাওয়া যায়নি।

অন্যদিকে, ইউরোপীয় প্রতিযোগিতায় ইসরায়েলি জাতীয় দল ও ক্লাবগুলোর অংশগ্রহণ নিয়ে উয়েফার ওপর চাপ ক্রমেই বাড়ছে। বিশেষ করে এ মাসে জাতিসংঘের এক রিপোর্টে গাজায় ইসরায়েলকে গণহত্যার জন্য অভিযুক্ত করার পর ফ্রান্স ও যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ফিফা ও উয়েফাকে চিঠি দিয়ে আহ্বান জানিয়েছে—যতক্ষণ না ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন অবৈধ দখলদার পশ্চিম তীরের বসতি থেকে আসা দলগুলোকে বাদ দিচ্ছে, ততক্ষণ ইসরায়েলি দলগুলোকে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বহিষ্কার করতে হবে।

অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস কালামার্ড বলেছেন, ‘ইসরায়েলি সেনারা গাজায় গণহত্যা চালাচ্ছে। ইতোমধ্যে ৮০০-রও বেশি ক্রীড়াবিদ ও কর্মকর্তা নিহত হয়েছেন। একই সঙ্গে পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ করছে ইসরায়েল। দশ বছরেরও বেশি সময় ধরে সতর্ক করার পরও ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন এসব দলকে তাদের লিগে খেলতে দিচ্ছে, যা সম্পূর্ণ লজ্জাজনক। ’

আগামী ১১ অক্টোবর নরওয়ের বিপক্ষে অসলোতে বিশ্বকাপ বাছাইয়ে খেলবে ইসরায়েল, আর ১৪ অক্টোবর উদিনেতে খেলবে ইতালির বিপক্ষে। ইতালি ও ইসরায়েল সমান ৯ পয়েন্টে গ্রুপ আই-তে রয়েছে, নরওয়ের থেকে ৬ পয়েন্ট পিছিয়ে। গত মাসে হাঙ্গেরিতে অনুষ্ঠিত ম্যাচে ইতালি ৫-৪ গোলে ইসরায়েলকে হারিয়েছিল।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।