ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

ফুটবল

বিশেষ অঙ্গে কুকুরের কামড়, গুরুতর আহত সাবেক বার্সা ফুটবলার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৩, জুলাই ৩১, ২০২৫
বিশেষ অঙ্গে কুকুরের কামড়, গুরুতর আহত সাবেক বার্সা ফুটবলার

গ্রিসে বিরল এক ঘটনায় কুকুরের কামড়ে গুরুতর আহত হয়েছেন আরিস থেসালোনিকির স্প্যানিশ ফুটবলার কার্লেস পেরেস। ২৭ বছর বয়সী এই রাইট উইঙ্গারের বিশেষ অঙ্গে গভীর ক্ষত সৃষ্টি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করতে হয় এবং ছয়টি সেলাই দিতে হয়েছে।

গ্রিক গণমাধ্যম জানিয়েছে, নিজের পোষা কুকুরকে হাঁটাতে বের হওয়ার সময় আরেকটি কুকুর হঠাৎ আক্রমণ করে। কুকুরটিকে ঠেকাতে গিয়ে বিশেষ অঙ্গে মারাত্মক কামড়ের শিকার হন পেরেস। দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা জরুরি সেলাই দেন।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তার আঘাত গুরুতর এবং অস্ত্রোপচারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পর্যবেক্ষণের জন্য কয়েকদিন হাসপাতালে থাকতে হবে এবং সুস্থ হতে অন্তত কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ফলে আরিস থেসালোনিকির আসন্ন ম্যাচগুলোতে তাকে পাওয়া যাবে না।

বার্সেলোনার লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা পেরেস ২০১৯-২০ মৌসুমে কাতালান ক্লাবের মূল দলে খেলেন। এরপর তিনি রোমা, সেল্টা ভিগো এবং গেটাফেতে খেলেছেন। বর্তমানে তিনি গ্রিসের ক্লাব আরিস থেসালোনিকির হয়ে মাঠে নামছেন।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।