ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩২, ০৭ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

হামজার বিশ্বাস: এই দল পারবে, জিতেই মাঠ ছাড়ব

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৮, অক্টোবর ৭, ২০২৫
হামজার বিশ্বাস: এই দল পারবে, জিতেই মাঠ ছাড়ব

এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আত্মবিশ্বাসে টইটম্বুর জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, বাংলাদেশ দলে এখন ‘আত্মবিশ্বাস ও লড়াইয়ের তীব্রতা’ দুটোই আছে।

আর সেই শক্তি নিয়ে ঘরের মাঠে জয়ের লক্ষ্যে মাঠে নামবে তারা।

বুধবার জাতীয় দলের অনুশীলনের ফাঁকে কথা বলেন ব্রিটিশ-বাংলাদেশি এই ফুটবলার। আগের দিন অনুশীলনে থাকলেও সংবাদমাধ্যমের সামনে আসেননি হামজা। তবে এবার যেন সব অপেক্ষার জবাব দিলেন আত্মবিশ্বাসী কণ্ঠে।

তিনি বলেন, ‘এই ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা জয়ের জন্যই মাঠে নামব। টিম এখন ভালো জায়গায় আছে, আমরা সবাই একসাথে কাজ করছি খেলোয়াড়, কোচিং স্টাফ সবাই মিলে একটা শক্ত ইউনিট হয়ে গেছি। ইনশাআল্লাহ জয় নিয়ে মাঠ ছাড়ব। ’

সিলেটের আঞ্চলিক টানে স্থানীয় দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া হামজা জানান, তিনি দলের প্রস্তুতিতে সন্তুষ্ট। সিলেটি ভাষায় রসিকতা করে বলেন, ‘বহুত চান্স আছে। কোচের সঙ্গে জমে গেছে, টিমে আগ্রেসিভনেস আছে। ইনশাআল্লাহ উইনিং টিম হমু। ’

আগামী ৯ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হংকং, চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে রাত ৮টায় এবং সরাসরি সম্প্রচার করবে চ্যানেল টি-স্পোর্টস।

বাংলাদেশ এর আগে দুই ম্যাচে একটি হার ও একটি ড্র করেছে। ভারতের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর পয়েন্ট টেবিলের নিচে থাকলেও ঘরের মাঠে জয় এনে প্রতিযোগিতায় ফিরতে চায় হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

হামজা বলেন, ‘এই দলে সম্ভাবনা আছে। আমি তৃতীয়বারের মতো এসেছি বাংলাদেশ দলে খেলতে, এবং প্রতিবারই আমার অভিজ্ঞতা আরও ভালো হচ্ছে। আমরা কঠোর পরিশ্রম করেছি। এখন সময় ফল দেওয়ার। ’

এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।