ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপ ২০১৪

ব্রাজিল-জার্মানিকে ফাইনালে দেখছেন কাফু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, জুন ৯, ২০১৪
ব্রাজিল-জার্মানিকে ফাইনালে দেখছেন কাফু কাফু

ঢাকা: ব্রাজিলের সাবেক ফুটবল তারকা কাফু মনে করেন মারাকানার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হবে জার্মানি। এ ব্যাপারে তার কোনো সন্দেহ নেই বলেও জানিয়েছেন তিনি।



ব্রাজিলের সাবেক এই অধিনায়ক জোয়াকিম লো’র শিষ্যদের এবারের বিশ্ব আসরে ফেভারিটদের তালিকায় রেখেছেন। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপে জার্মানি তরুন একটি দল হিসেবে সেমিফাইনালে খেলেছিল। কাফু মনে করেন, এবারে তারা দারুন অভিজ্ঞ একটি দল হিসেবে মাঠে লড়বে।

ব্রাজিলের হয়ে ১৪২ ম্যাচ খেলা কাফু বলেন, ‘জার্মানি খুবই শক্তিশালী একটি দল। তারা গত চার বছরে দল হিসেবে বেশ উন্নতি করেছে। ব্রাজিলে তারা দারুন কিছু করে দেখাবে। আমরা সকলেই বিশ্বাস করছি যে, আমাদের ফাইনালে জার্মানির বিপক্ষে লড়তে হবে। ’

মিলান ও রোমার হয়ে খেলা এই ব্রাজিলীয়ান রাইট ব্যাক আরো বলেন, ‘জার্মানি অবশ্যই ফাইনালে পৌঁছবে। এতে কোনো সন্দেহ নেই। ’

২০০২ সালের বিশ্বকাপে ব্রাজিলের অধিনায়কের ভূমিকায় ছিলেন কাফু। তার নেতৃত্বে ২-০ গোলে ফাইনালে জার্মানিদের হারিয়ে বিশ্বশিরোপা ঘরে নিয়েছিল ব্রাজিল।

** ফাইনালে ব্রাজিলকে ২-১ গোলে হারাবে জার্মানি!

বাংলাদেশ সময়: ১০১০ ঘন্টা, ৯ জুন ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।