ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বল দখলে এগিয়ে ব্রাজিল, লড়ছে ক্রোয়েশিয়াও

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০২ ঘণ্টা, জুন ১৩, ২০১৪
বল দখলে এগিয়ে ব্রাজিল, লড়ছে ক্রোয়েশিয়াও

ঢাকা: বল দখলের লড়াইয়ে অনেক বেশি এগিয়ে থাকলেও গোলবারের জাল যেন খুঁজে পাচ্ছিলেন না নেইমার-ফ্রেড-অস্কাররা। উল্টো মার্সেলোর আত্মঘাতী শট ১১ মিনিটের মাথায় নিজেদের জালে বল জড়ায়।

এরপর ২৭ মিনিটের মাথায় নেইমার হলুদ কার্ড পেলে খানিকটা হতাশা ভর করে ব্রাজিল শিবিরে। তবে হতাশার সেই মেঘ উড়িয়ে দেন খোদ নেইমারই। ২৯ মিনিটেরই মাথায় অস্কারের পাস থেকে বাম পায়ে শট নিয়ে ক্রোয়েশিয়ার গোলপোস্টের ডান দিকের মাটি কামড়ে বল জালে পাঠান। ব্যস উচ্ছ্বাসে মেতে ওঠে পুরো সাও পাওলোর অ্যারিনা কোরিন্থিয়াস স্টেডিয়াম, এমনকি ব্রাজিল।

২৮ মিনিট পর্যন্ত ক্রোয়েশিয়া এগিয়ে থাকলেও ২৯ মিনিটেরই মাথায় ম্যাচের ফলাফল দাঁড়ায় ১-১ সমতায়।

ম্যাচের প্রথমার্ধ শেষে ফলাফলে দেখা যায়, প্রতিপক্ষের জাল লক্ষ্য করে ব্রাজিল শট নিয়েছে ১০টি। এর মধ্যে ৬টি অবশ্য লক্ষ্যভ্রষ্ট হয়েছে, বাকি তিনটি ফিরিয়ে দিয়েছেন গোলরক্ষক। অপরদিকে ৪টি শট নেওয়া ক্রোয়েশিয়ানদের বল চূড়ান্ত লক্ষ্যে পৌঁছেছে একবারই। বাকি তিনটি শটই লক্ষ্যভ্রষ্ট হয়েছে।

ডি-বক্সের ভেতরে ছয়টি গোলের সম্ভাবনা মোকাবেলা করেছেন ব্রাজিলীয় ডিফেন্ডাররা। অপরদিকে ১১টি আক্রমণ ঠেকাতে হযেছে ক্রোয়েশীয়দের।

একটি ফাউল করে হলুদ কার্ড পেয়ে গেছেন ব্রাজিলের প্রাণভোমরা নেইমার। অপরদিকে ৮টি ফাউল করেছেন ক্রোয়েশিয়ান ফুটবলাররা।

কর্নার কিক ব্রাজিল করেছে পাঁচটি, আর ক্রোয়েশিয়ানরা পেয়েছে একটি। ব্রাজিলিয়‍ান ফুটবলাররা আক্রমণভাগে গিয়ে একবার অফসাইডের সংকেত পেয়েছেন। এ ধরনের সংকেত পায়নি ক্রোয়েশিয়া।

প্রথমার্ধে ৭০ শতাংশ বল দখলে ছিল ব্রাজিলিয়ানদের কাছে, আর বাকি ৩০ শতাংশ বল নিয়ে খবরদারি করেছেন ক্রোয়েশিয়ানরা।

বাংলাদেশ সময়: ০৩০২ ঘণ্টা, জুন ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।