ঢাকা: আর্জেন্টিনার সাবেক ফুটবল তারকা হার্নান ক্রেসপো বিশ্বাস করেন আসন্ন ব্রাজিল বিশ্বকাপে এবার আর্জেন্টিনার শিরোপা জেতার সুযোগ রয়েছে।
তিনবার বিশ্বকাপ খেলা ক্রেসপো ২০১৪ সালের বিশ্বশিরোপা ঘরে নেয়ার ব্যাপারে বেশ আশাবাদী।
চেলসির সাবেক এই ফুটবলার মজার ছলে বলেন, ‘ব্রাজিলে যদি আর্জেন্টিনা বিশ্বকাপ জিতে, তাহলে আমি তাদের উপদেশ দিবো তারা যেন কাছাকাছি কোনো হেলিকপ্টার রাখে। না হলে তাদের সেখানে মেরে ফেলা হবে। কারণ আমরা জানি আমাদের দলটি বেশ দারুন হয়েছে। ’
আর্জেন্টিনার হয়ে ৬৪ ম্যাচে ৩৫ গোল করা এই স্ট্রাইকার আরো বলেন, ‘আর্জেন্টিনা অসাধারণ একটি ফুটবল দল। কিন্তু আমরা মাত্র দু’বার বিশ্বকাপ জিতেছি। ’
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির উপর নির্ভরশীল বেশির ভাগ সমর্থক। ক্রেসপোও মনে করেন মেসিই পারে এবারের শিরোপা ঘরে নিয়ে যেতে। ‘আমাকে যদি জিজ্ঞাসা করা হয় এবারের বিশ্বকাপে কে দূত্যি ছড়াবে? আমি বলব ঈশ্বরের ইচ্ছা। ’
ব্রাজিল বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে আর্জেন্টিনা লড়বে বসনিয়া-হার্জেগোভিনা, ইরান ও নাইজেরিয়ার বিপক্ষে।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘন্টা, ১১ জুন ২০১৪