ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

ফুটবল

চিলি-অস্ট্রেলিয়া একাদশ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৩৫, জুন ১৪, ২০১৪
চিলি-অস্ট্রেলিয়া একাদশ

ঢাকা: বিশ্বকাপের ২০তম আসরের দ্বিতীয় দিনের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে ল্যাটিন আমেরিকার দল চিলি ও অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় দিবাগত রাত ৪টায় ম্যাচটি শুরু হবে।


 
এ ম্যাচে ল্যাটিন আমেরিকার নান্দনিক ফুটবল মুখোমুখি হবে অস্ট্রেলিয়ান শরীরি ফুটবলের। বার্সেলোনা তারকা এলেক্সিস সানচেজকে কেন্দ্র করে দল সাজাবেন হোর্হে সাম্পাওলি। অন্যদিকে অস্ট্রেলিয়ার কোচের প্রধান ভরসা তারকা খেলোয়াড় টিম কাহিল।
 
চিলির সম্ভাব্য একাদশ:

ব্রাভো (গোলরক্ষক), মেদেল, মেনা, আরানগুইস, ভালদিভিয়া, ইজলা, গোনসালেস, দিয়াস, ভিদাল, সানচেস ও বার্হাস।

কোচ: হোর্হে সাম্পাওলি

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ:

রায়ান (গোলরক্ষক), স্পিরানোভিচ, ডেভিডসন, মিলিগান, রোজিচ, উইল্কশায়ার, গুড, জেডিনাক, ও’র, লেকি ও কাহিল।

কোচ: অ্যানজে পোস্তেকোগুল

বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, জুন ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।