ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

ফুটবল

গোল অব দ্য ডে (ভিডিও)

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০৮, জুন ১৪, ২০১৪
গোল অব দ্য ডে (ভিডিও)

ঢাকা: বিশ্বকাপের এবারের আসরের দ্বিতীয় দিনে তিনটি খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথম খেলায় ক্যামেরুনকে একমাত্র গোলে পরাজিত করেছে মেক্সিকো।



দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় গতবারের দুই ফাইনালিস্ট স্পেন ও নেদারল্যান্ড। এ ম্যাচে স্পেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করে ডাচরা। জোড়া গোল উপহার দেন পার্সি ও রোবেন।

ম্যাচের ৪৪ মিনিটে দালি ব্লাইন্ডের পাঠানো শ‍ূন্যের বলে নিপুণ দক্ষতায় এগিয়ে আসা গোলরক্ষক ক্যাসিয়াসকে ফাঁকি দিয়ে বল জালে পাঠান মানচেস্টার ইউনাইটেডের তারকা রবিন ভ্যান পার্সি। যা ‘গোল অব দ্যা ডে’ হওয়ার যোগ্যতা রাখে।

এছাড়া তৃতীয় খেলায় অস্ট্রেলিয়াকে ৩-১ গোলে পরাজিত করেছে চিলি।

 

বাংলাদেশ সময়: ০৬১০ ঘণ্টা, জুন ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।