ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

ফুটবল

গরম থেকে রক্ষায় শীতল গ্লাভসে মাঠে নামবে ইতালি

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৯, জুন ১৪, ২০১৪
গরম থেকে রক্ষায় শীতল গ্লাভসে মাঠে নামবে ইতালি

ঢাকা: ফুটবলের ‘ধর্মভূমি’ ব্রাজিলে চলছে প্রচণ্ড তাপদাহ। আর ওজন কমে যাওয়াসহ গরমের হাত থেকে রক্ষা পেতে ‘শীতল’ গ্লাভস পড়ে খেলবেন ইতালির খেলোয়াড়রা।



বিশ্বকাপে যাতে গরম থেকে গ্রীষ্মকালীন তাপ থেকে মুক্তি পাওয়া যায় তার উপায় খুঁজছিল ‘আজ্জুরিরা’।

সংশ্লিষ্টরা বলছেন, দক্ষিণ আমেরিকার গ্রীষ্মকালীন গরমের মধ্যে পুরো ৯০ মিনিট খেলায় অংশ নিলে একজন খেলোয়াড়কে কমপক্ষে পাঁচ পাউন্ড ওজন হারাতে হয়।

যা নার্ভ ও পেশীর কার্যক্রমে ব্যাঘাত ঘটায়। আর এর হাত থেকে রক্ষা পেতেই এ উপায় বের করেছে দেশটির জাতীয় ফুটবল সংস্থা ফেদেরাজিওনে ইতালিয়ানা জিউয়োকো ক্যালাচিও (এফআইজিসি)।

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, বিশেষভাবে তৈরি ওই গ্লাভস ব্যবহার করে ইতালিয়রা জার্মানিতে বেশ সুফল পেয়েছে। যা খেলা শেষে খুব দ্রুত শরীরকে ঠাণ্ডা করে।

শীত‍াতপ নিয়ন্ত্রিত সুইটের কথা বিভিন্ন সময় ভাবা হলেও কিছু সীমাবদ্ধতার কারণে অবশেষে ‘কুলিং গ্লাভস’-কেই বেছে নিয়েছে ২০০৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ইতালি।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, জুন ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।