ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপের প্রথম লাল কার্ড খেলেন পেরেইরা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৯ ঘণ্টা, জুন ১৫, ২০১৪
বিশ্বকাপের প্রথম লাল কার্ড খেলেন পেরেইরা ম্যাক্সিমিলানো পেরেইরা

ঢাকা: বিশ্বকাপের ২০তম আসরের তৃতীয় দিনে উরুগুয়ে ও কোস্টারিকা ম্যাচে প্রথম লাল কার্ড খেলেন উরুগুয়ের ম্যাক্সিমিলানো পেরেইরা। খেলার অতিরিক্ত মিনিটে উরুগুলে মার্কো উরেনাকে ফাউল করায় রেফারি তাকে লাল কার্ড প্রদর্শন করেন।



এরই মধ্যে কোস্টারিকার কাছে ৩-১ ব্যবধানে হেরে রীতিমতো হতাশ ফেভারিট উরুগুয়ে। খেলার প্রথমার্ধে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে মাত্র তিন মিনিটের ব্যবধানে ২ গোল করে দলকে এগিয়ে নিয়ে যান জোয়েল ক্যাম্পবেল ও অস্কার ডুয়ার্ট।

শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়েন কোস্টারিকা। আর উরুগুয়ে ফেভারিট হিসেবে মাঠ নেমেও হারতে হলো ফিফা র‌্যাংকিয়ে ২৮ নম্বরে থাকা কোস্টারিকার কাছে।

বাংলাদেশ সময়: ০৩০৮ ঘণ্টা, জুন ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।