ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বেনজেমার পেনাল্টিতে এগিয়ে ফ্রান্স

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৯ ঘণ্টা, জুন ১৬, ২০১৪
বেনজেমার পেনাল্টিতে এগিয়ে ফ্রান্স

ঢাকা:  করিম বেনজেমার পেনাল্টিতে গ্রুপ পর্বের খেলায় হন্ডুরাসের বিপক্ষে ১ গোলে এগিয়ে আছে ফ্রান্স। খেলার ৪৩ মিনিটে ফ্রান্সের মিডফিল্ডার পল পগবাকে ডি বক্সের ভেতরে ফাউল কর‍ায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

একই সঙ্গে উইলসন প্যালসিও দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।

পেনাল্টি থেকে দলকে এগিয়ে নিতে ভুল করেননি রিয়েল মাদ্রিদ তারকা করিম বেনজেমা, তার একমাত্র গোলে ১-০ তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ হয়েছে।

 এর আগে ম্যাচের শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেললেও হন্ডুরাসের রক্ষণভাগের দৃঢ়তায় গোলবঞ্চিত থেকে যায় ফ্রান্স।

খেলার শুরু থেকেই হন্ডুরাসকে চাপে রাখে ফ্রান্স। বামপাশ দিয়ে বেনজেমা ও গ্রিজম্যান ওয়ান টু ওয়ানে আক্রমণের চেষ্টা করে। অন্যপ্রান্তে ভালবুয়েনা ও মাতুইদির বোঝাপড়ায় ডান পাশ দিয়ে বেশ কয়েকবার আক্রমণ করলেও কোনো গোলের দেখা পায়নি ফ্রান্স।

৭ মিনিটে ম্যাচের হন্ডুরাসের খেলোয়াড়কে কড়া ট্যাকল করে ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন প্যাট্রিক এভরা। এরপর ১৬ মিনিটে ম্যাতিউদির জোরালো শট আটকে দেন হন্ডুরাম গোলরক্ষক ভাল্লাদেরেস।


এরপর ফ্রান্সের কয়েকটি আক্রমণ হন্ডুরাসের রক্ষণভাগের খেলোয়াড়দের দৃঢ়তায় ব্যর্থ হয়। ২২ মিনিটে গ্রিজম্যানের আরও একটি জোরালো শট বারে লেগে গোলবঞ্চিত হয় ফ্রান্স।

২৭ মিনিটে বল দখলের লড়াইয়ে একইসঙ্গে হলুদ কার্ড দেখেন ফ্রান্সের পল পগবা ও হন্ডুরাসের মিডফিল্ডার প্যালাসিওস।

প্রথম ৩০ মিনিট পর্যন্ত খেলায় ফ্রান্স প্রাধান্য বিস্তার করলেও কোনো গোলের দেখা পায়নি।   
 
ফ্রান্সের একাদশ (৪-৩-৩): হুগো লরিস (গোলরক্ষক), মাহমুদু সাখো, রাফায়েল ভারানে, প্যাট্রিক এভরা, ম্যাথিউ ডেবুচি, ইয়োহান ক্যাবে, ব্লেইস মাতুইদি, পল পগবা, করিম বেনজেমা, ম্যাতিউ ভালবুয়েনা ও অ্যান্তোনিও গ্রিজম্যান।

কোচ: দিদিয়ের দেশাম

হন্ডুরাস একাদশ: (৪-২-২-১): ভাল্লাদেরেস (গোলরক্ষক), ম্যায়ানোর ফিগুয়েরোয়া, ভিক্টর বার্নানান্দেজ, এমিলিও ইজাগুয়েরে, জেরি বেঙ্গসটন, কার্লো কস্টলি, রজার এস্পিনোজা, উইলসন প্যালাসিওস, অ্যান্ডি নাজার, লইজ গ্যারিডো, ব্র্যায়ান ব্রেকেলেস।

কোচ: লুইজ সুয়ারেজ

বাংলাদেশ সময়: ০১৪৯ ঘণ্টা, জুন ১৬, ২১০৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।