ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

খেলতে পারবেন রোনালদো

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৪
খেলতে পারবেন রোনালদো ক্রিশ্চিয়ানো রোনালদো

ঢাকা: বিশ্বকাপ শিরোপা অন্যতম দাবিদার পর্তুগালের প্রধান সেনানী ক্রিশ্চিয়ানো রোনালদো সোমবারের ম্যাচে জার্মানির বিপক্ষে মাঠে মানবেন।

ইনজুরির কারণে প্রথম ম্যাচ খেল‍া নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সিআর-৭ নিজেকে ফিট ঘোষণা করেছেন।



সালভেদরে সংবাদ মাধ্যমকে এই পর্তুগিজ মহানায়ক জানান, তার বা হাঁটুর ইনজুরি থেকে তিনি এখন মুক্ত।
 
ফলে সোমবার রাত ১০টায় রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের ফুটবল শৈলী দেখ‍া থেকে বঞ্চিত হতে হচ্ছে না তার অগণিত ভক্ত-দর্শকদের।

তিনি আরো বলেন, আমি কোচকে জানিয়েছি, যদি আমি খেলতে অসমর্থ্য হই তবে বিশ্বকাপের জন্য ক্যারিয়ারকে হুমকিতে ফেলতে চাইনা।

আমি ১১০ শতাংশ সুস্থ হতে চাই, কিন্তু আমি শতভাগ ফিট। এটা আমার দলকে সাহায্য করবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

অধরা শিরোপা জিততে এদিন রোনালদোরা লড়বেন ৩ বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে।

পর্তুগাল ও জার্মানি উভয় দলের কাছে রোনালদো একাই সবকিছু নয়। তবে ‍জার্মানবধ কাব্য লিখতে রোনালদোর দিকেই চেয়ে আছে পুরো পর্তুগাল।

রোনালদোও বলেছেন, একজন কখনোই একটা দল নয়। আমি হয়ত পার্থক্য গড়ে দিতে পারি, তবে দলকে সাহায্য করতেই আমি এসেছি।

দলে রোনালদো খুবই গুরুত্বপূর্ণ জানালেরও একজনের ওপর বাজি ধরতে নারাজ পর্তুগিজ কোচ পাওলো বেনতো। তিনি বলেন, ভালো ফল এনে দিতে ২৩ জন মিলেই একটা দল।

এদিকে, গত সর্বশেষ গত ম্যাচে জার্মানির কাছে পর্যদুস্ত হয়েছে পতুর্গাল। ২০০৬ এর বিশ্বকাপে ৩-১, ইউরো ২০০৮ এ ৩-২ এবং ইউরো ২০১২ তে ১-০ তে লুইস ফিগোর অনুজরা।

এ পরিসংখ্যান প্রসঙ্গে রোনালদো বলেন, এটা নতুন টুর্নামেন্ট, নুতন খেলোয়াড়। তাছাড়া আমাদের দলটি ভাল তাই আমার আত্মবিশ্বাসী।

আমর‍া অন্যতম ফেভারিট ও ভালো দল হিসেবে এখানে এসেছি। আমরা এটা উপভোগ করব বলে পর্তুগিজ দৃঢ়তা জানান দেন তিনি।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, জুন ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।