ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আর্জেন্টিনার বিপক্ষে ইতিহাস গড়লেন ইবিসেভিচ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০০ ঘণ্টা, জুন ১৬, ২০১৪
আর্জেন্টিনার বিপক্ষে ইতিহাস গড়লেন ইবিসেভিচ

ঢাকা: বিশ্বকাপে বসনিয়া-হার্জেগোভিনার হয়ে প্রথম গোল করার রেকর্ড করলেন স্ট্রাইকার ভেদাদ ইবিসেভিচ। প্রথমবার বিশ্বকাপে এসে শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনার বিপক্ষে প্রথম ম্যাচের ৮৫ মিনিটে ইবিসেভিচ এ রেকর্ড করেন।



এর আগে খেলার শুরুতেই ডিফেন্ডার কোলাসিনাকের আত্মঘাতী গোলে তৃতীয় মিনিটেই ১-০ গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা।

খেলার ৩ মিনিটের মাথায় মেসির ফ্রিকিক বসনিয়া ডিফেন্ডার কোলাসিনাক ক্লিয়ার করতে ভুল করে নিজ জালে বল জড়িয়ে ফেলেন। আর এই আত্মঘাতী গোলে বিশ্বকাপের প্রথম ম্যাচে শুভ সূচনা করে আর্জেন্টিনা।  

এরপর ৬৫ মিনিটে হিগুয়েনের পাস থেকে গোল করেন লিওনেল মেসি। আর মেসির গোলে ২-০তে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে ৮৫ মিনিটে ইবিসেভিচ গোল করে ব্যবধান কমান।

বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, জুন ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।