ঢাকা: এবারের ফুটবল বিশ্বকাপের পরবর্তী রাউন্ড সবার আগে নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। নিজেদের প্রথম ম্যাচে স্পেনকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়ার পর বুধবারও দুর্বল অস্ট্রেলিয়াকে ৩-১ গোলে হারিয়েছে তারা।
গ্রুপ ‘বি’র অন্তর্ভুক্ত নেদারল্যান্ডসের বাকি একটি খেলা রয়েছে চিলির বিপক্ষে।
খেলা চলছে এই গ্রুপের অন্যতম হট ফেভারিট স্পেন ও চিলির। ম্যাচে এখন পর্যন্ত ২-০ গোলে এগিয়ে রয়েছে চিলি। চিলির এগিয়ে থাকায় বিদায়ের সুর স্পষ্ট হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।
খেলা রয়েছে নেদারল্যান্ডস-চিলি ও স্পেন-অস্ট্রেলিয়ার (দুই খেলাই ২৩ জুন)। বুধবারের চলতি ম্যাচে স্পেন হেরে গেলে সমীকরণ একেবারেই সহজ হয়ে যাবে ‘বি’ গ্রুপের পরবর্তী রাউন্ডে ওঠার হিসাব। বাকি থাকবে কেবল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার হিসাব।
আর যদি এই ম্যাচে স্পেন কোনোভাবে জিতে যায় তবে বাকি তিনটি দলের পরবর্তী রাউন্ডে ওঠা নির্ভর করবে স্পেন-অস্ট্রেলিয়ার ম্যাচের ওপর। সেই ম্যাচে যে-ই জিতুক জয়-পরাজয়ে হারের ব্যবধান হিসাব করে দ্বিতীয় দলের পরবর্তী রাউন্ডে ওঠার হিসাব কষতে হবে।
বাংলাদেশ সময়: ০২৪৯ ঘণ্টা, জুন ১৯, ২০১৪