ঢাকা: দু’দলই এর আগে ‘সি’ গ্রুপ নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। তাই আজকের ম্যাচে যে দলই জয় পাবে তারাই এ গ্রুপের শীর্ষ দল হবে।
আজকের খেলায় উভয় দলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে কলম্বিয়া ও আইভরি কোস্ট। এর আগে কলম্বিয়া ৩-১ গোলে গ্রিসের সঙ্গে জয় পেয়েছে এবং আইভরি কোস্ট ২-১ গোলে জয় পেয়েছে জাপানের বিপক্ষে।
বৃহস্পতিবার রাত ১০টায় ব্রাজিলের ব্রাসেলিয়ায় এ ম্যাচ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে দু’দলই তাদের সেরা একাদশ নিয়ে মাঠে নেমেছে।
আইভরি কোস্টের তারকা খেলোয়াড় দিদিয়ে দ্রগবা আজও একাদশের বাইরে। ধারণা করা হচ্ছে গত ম্যাচের মতো আজও দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামবে দ্রগবা।
কলম্বিয়া একাদশ
ডেভিড ওসপিনা (১), ক্রিস্টিয়ান জাপাটা (২), মারিও আলবার্তো ইয়েপেস (৩), কার্লোস স্যানচেজ (৬), পাবলো আরমেরো (৭), হুয়ান জুনিগা (১৮), আবেল আগুইলার (৮), জেমস রড্রিগুয়েজ (১০), হুয়ান গুইলার্মো কুয়াড্রাডো (১১), ভিক্টর ইব্রাবো (১৪), টিওফিলো গুটিয়েরেজ (৯)।
কোচ: পেকারমেন্ট (আর্জেন্টিনা)
আইভরি কোস্ট একাদশ
বুবাকার ব্যারি (১), আর্থার বোকা (৩), দিদিয়ার জোকোরা (৫), বামবা সুলাইমান (২২), সের্গে অরিয়ার (১৭), গারভিনহো (১০), ম্যাক্স অ্যালেইন গ্রাডেল (১৫), জিওফ্রে সেরে ডাই (২০), ইয়া তোরে (১৯), উইলফ্রাইড বনি (১২)।
কোচ: লামুসি সাবর্ড়ি (ফ্রান্স)।
বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, জুন ১৯, ২০১৪