ঢাকা: সবকিছু ছাপিয়ে ইতালি-কোস্টারিকা ম্যাচের আলোচিত বিষয় এখন প্রতিকূল আবহাওয়া। অবশ্য এটা শুধু ইতালির জন্য প্রযোজ্য।
ডি গ্রুপে এগিয়ে যাওয়ার মিশনে শুক্রবার মাঠে নামছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ও নিজেদের প্রথম ম্যাচে নজর কাড়া কোস্টারিকা। ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি। অপরদিকে গ্রুপের আরেক ফেভারিট উরুগুয়েকে প্রথম ম্যাচে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে উজ্জীবিত কোস্টারিকা।
ডি গ্রুপের চার দলের তিন দলই বিশ্বকাপজয়ী। তাই এ গ্রুপকে প্রথম থেকেই ধরা হচ্ছে ‘গ্রুপ অব ডেথ’ হিসেবে। এ ম্যাচে পরিসংখ্যানে ইতালি এগিয়ে থাকলেও তাদের প্রধান বাধা হয়ে দাঁড়াতে পারে গরম আবহাওয়া। গত ম্যাচ আমাজন জঙ্গলের মাঝের স্টেডিয়াম মানাউসে অনুষ্ঠিত হলেও আজকের ম্যাচটি হবে রেসিফাইয়ের এরিনা পারনামবুচোতে। তাও আবার স্থানীয় সময় দুপুর ৩টায়। এখানকার আবহাওয়া তুলনামূলক বেশি গরম। আর এত গরমে খেলতে অভ্যস্ত নয় ইতালিয়ানরা।
প্রানদেল্লি তো ইতোমধ্যে বলেই বসেছেন, আমাদের আবহাওয়ার সঙ্গেই বেশি লড়তে হবে। কারণ এই আবহাওয়া লাতিন আমেরিকার দেশগুলো অভ্যস্ত, যার সুফল কোস্টারিকা পাবে।
এসব বিবেচনায় আজ্জুরিদের চিরায়ত লং পাসের খেলায় পরিবর্তন এনেছেন সিজার প্রানদেল্লি। এতে দারুণ সফলও তিনি। ইতোমধ্যে বিশ্বকাপে সবেচেয়ে বেশি সঠিক পাসের রেকর্ডও গড়েছেন প্রানদেল্লির শিষ্যরা।
ইতালির জন্য সুখবর তাদের অধিনায়ক গোলরক্ষক জিয়ানুয়েল বুফন ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন। গত ম্যাচে গোল করেছেন প্রধান স্ট্রাইকার বালোতেল্লি। তারপরও সমালোচনার শেষ নেই ‘ব্যাডবয়’ খ্যাত এই স্ট্রাইকারের। অনেকের দাবি, সিরি আ-তে এবার সর্বোচ্চ গোলকারী ইম্মোবিলিকে খেলানো হোক।
বিগত তিন আসরে ইতালি তাদের দ্বিতীয় ম্যাচে জিততে পারে নি। এ অবস্থায় ক্যারিয়ারে পঞ্চম বিশ্বকাপ খেলতে এদিন মাঠে নামবেন একসময় বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক (জুভেন্টাস-৩২.৫ মিলিয়ন ইউরো, ২০০১ সাল) ৩৬ বছর বয়সী বুফন। দারুণ খেলছেন তাদের প্রাণভ্রমরা পিরলো।
তবে সব কিছু ছাপিয়ে বার বার এ ম্যাচে উঠে আসছে গরম আবহাওয়ার কথা লাতিন আমেরিকার দেশ হিসেবে এর সুবিধা নেবে কোস্টারিকা। প্রথম ম্যাচে ভালো পারফরমেন্স করে মানসিকভাবেও তারা অনেক দৃঢ় এখন। গতম্যাচে গোল পাওয়া জোয়েল ক্যাম্পবেল ও ক্রিস্টিয়ান বলানোসকে এদিন ভাঙতে হবে ইতালির শক্তিশালী ডিফেন্স। তবে ৩০ বছর বয়সী মিডফিল্ডার বলানোস জ্বলে উঠবেন এ ম্যাচে- এমনটি আশা কোস্টারিকা সমর্থকদের।
এর আগে ইতালি-কোস্টোরিকা একবার মুখোমুখি দ্বৈরথে জিতেছে ইতালি। আজকের ম্যাচ বিশ্বকাপে দুদলের প্রথম। এর আগে ১৯৯৪ সালের একটি ফ্রেন্ডলি ম্যাচে ১-০ গোলে জেতে ইতালি। এ বিশ্বকাপে ইতালি প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৯৩.২ শতাংশ সফল পাস দিয়েছে, যা বিশ্বকাপের রেকর্ড। ইতালি ফেভারিট হলেও সবশেষ তিন বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচ জিততে না পারা ও প্রতিকূল আবহাওয়া এগিয়ে রাখছে কোস্টারিকাকে।
সম্ভাব্য একাদশ
ইতালি: বুফন, ডারমিয়ান, বারজাগলি, পেলেত্রা, চিল্লিনি, মারসিসো, ভারেত্তি, ডি রসি, পিরলো, ক্যানড্রেভা ও বালোতেল্লি।
কোচ: সিজার প্রানদেল্লি
কোস্টারিকা: নাভাস, গামবোয়া, ডারতে, গঞ্জালেজ, উমানা, ডিয়াজ, বোর্গেজ, তেজেডা, রুইজ, বলানোস ও ক্যাম্পবেল।
কোচ: লর্জ লুইস পিন্টো
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুন ২২, ২০১৪