ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ভুল সিদ্ধান্তে লাইন্সম্যানকে অব্যাহতি

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, জুন ২০, ২০১৪
ভুল সিদ্ধান্তে লাইন্সম্যানকে অব্যাহতি

ঢাকা: বিশ্বমঞ্চের দ্বিতীয় দিনের মেক্সিকো এবং ক্যামেরুনের মধ্যকার খেলায় মেক্সিকোর দুটি গুরুত্বপূর্ন গোল অফসাইডের সিদ্ধান্তের কারণে বাতিল করা হয়েছিল।

সেই ম্যাচে ১-০ গোলে মেক্সিকানরা জিতলেও অফসাইডের সেই সিদ্ধান্ত গুলো মেনে নিতে পারেনি।

মাঠেই মেক্সিকান খেলোয়াড়রা কিছুটা এর প্রতিবাদ জানান।

ভুল অফসাইডের সিদ্ধান্ত দেয়া ম্যাচের দায়িত্বে ছিলেন কলম্বিয়ান লাইন্সম্যান হামবার্তো ক্লাভিজো। ফিফা থেকে জানানো হয় ২২ জুন দ. কোরিয়া এবং আলজেরিয়ার ম্যাচের দায়িত্ব পাওয়া ফেরারি উইলমার রোলডানের দল থেকে হামবার্তোকে অব্যাহতি দেয়া হয়েছে।

ফিফার ওয়েবসাইটে জানানো হয় হামবার্তোর পরিবর্তে দায়িত্ব পেয়েছেন ইকুয়েডরের ক্রিস্টিয়ান লেসকানো।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘন্টা, ২০ জুন ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।