ঢাকা: ফুটবল বিশ্বকাপের এবারের আসরের ৬৪টি ম্যাচের মধ্যে ইতোমধ্যে ২৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত গোল হয়েছে ৭৭টি।
এই ম্যাচে একটি গোল করে আসরের তিন গোলদাতার (সর্বোচ্চ) তালিকায় চলে গেছেন ফ্রান্সের স্ট্রাইকার করিম বেনজেমা। তালিকায় প্রথম থেকেই রয়েছেন নেদারল্যান্ডের রভিন ফন পার্সি ও অ্যারিয়েন রোবেন। রয়েছেন পর্তুগালের বিপক্ষে এক ম্যাচেই তিন গোল দিয়ে এবারের বিশ্বকাপে প্রথম হ্যাট্রিকের মালিক জার্মান স্ট্রাইকার থমাস মুলারও।
শুক্রবারের এ ম্যাচের মধ্য দিয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যেমন বেনজেমা অবস্থান নিয়েছেন তেমনি গোল পরিসংখ্যানেও ম্যাচটি এগিয়ে গেলে।
এখন পর্যন্ত বিশ্বকাপে অনুষ্ঠিত ম্যাচগুলোর মধ্যে এ ম্যাচেই সর্বাধিক ৭টি গোল হয়েছে। এর মধ্যে সুইসদের জালে পাঁচবার বল জড়িয়েছে ফরাসিরা। আর প্রতিপক্ষের জালে সান্ত্বনাসূচক দুইবার বল জড়াতে সক্ষম হয় সুইসরা।
এর আগে, ১৩ জুন স্পেন-নেদারল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত ম্যাচটি ছিল এ আসরের সর্বোচ্চ ৬ গোলের ম্যাচ। ওই ম্যাচে পাঁচটি গোল হজম করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। যদিও পেনাল্টি থেকে পাওয়া একমাত্র গোল শোধ করতে পেরেছিল স্প্যানিশরা।
বিশ্বকাপে এক ম্যাচে সর্বাধিক ১১ গোলের রেকর্ড রয়েছে হাঙ্গেরি-জার্মানি ম্যাচে। ১৮৫৪ সালের ওই ম্যাচে আট গোল হজম করে জার্মানি। এছাড়া, ১৯৫৮ সালে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচে হয় ১০ গোল।
বাংলাদেশ সময়: ০৬১৭ ঘণ্টা, জুন ২১, ২০১৪