ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ক্যামেরুনের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশ ব্রাজিলের

ওয়ার্ল্ড কাপে ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩১ ঘণ্টা, জুন ২৪, ২০১৪
ক্যামেরুনের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশ ব্রাজিলের

ঢাকা: নকআউট পর্ব নিশ্চিত করতে ক্যামেরুনের বিপক্ষে কিছুক্ষণের মধ্যে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় সোমবার মধ্যরাত ২টায় ব্রাসিলিয়ার এস্তাদিও নাসিওনাল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।



বিশ্বকাপে সোমবারের ম্যাচের আগে চারবার মুখোমুখি হয় দল দু’টি। একটিতে জয় পায় ক্যামেরুন। বাকি তিনটিতে জয় ব্রাজিলের।

এদিন একই সময়ে আরও একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। নকআউট পর্বে ওঠার লক্ষ্যে রেসিফের অ্যারিনা পরনামবুসো স্টেডিয়ামে ওই ম্যাচে মেক্সিকো মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার। ম্যাচটি উভয়ের জন্য গুরুত্বপূর্ণ।

বিশ্বকাপের এবারের আসরের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-১ গোলে জয় পায় ব্রাজিল। দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর সঙ্গে গোলশূন্য ড্র করে দলটি।

অন্যদিকে, প্রথম ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে পেরাল্টার একমাত্র গোলে জয় পায় মেক্সিকো। আর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ব্রাজিলের সঙ্গে ম্যাচটি ড্র হয়।

সোমবারের ম্যাচে ব্রাজিল ও ক্যামেরুনের চূড়ান্ত একাদশ ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে।

লুইজ ফিলিপে স্কালিরর তত্ত্বাবধানে ব্রাজিল দলে আছেন- জুলিয়ান সিজার, দানি আলভেস, থিয়াগো সিলভা, ডেভিড লুইজ, মার্সেলো, হাল্ক, পওলিনহো, ফ্রেড, নেইমার, অস্কার ও লুইজ গোস্তাভো।

ফোলকার ফিঙ্কের তত্ত্বাবধানে ক্যামেরুন দলে আছেন-ইতানদেজ, নকোলু, গুয়িমো, মৌকান্দেজ, আবুবক্কর, বিদিমো, চৌপো মতিং, এম্বিয়া, ইনো, মাতিপ এবং নিয়ম।

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, জুন ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।