ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

আবারও সুয়ারেজের কামড় (ভিডিও)

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, জুন ২৫, ২০১৪
আবারও সুয়ারেজের কামড় (ভিডিও)

ঢাকা: বিতর্ক যেন পিছু ছাড়ছেই না উরুগুয়ে স্ট্রাইকার লুইস সুয়ারেজের। এক ম্যাচে অসাধারণ পারফরম্যান্সে দর্শকদের মুগ্ধ করেন তো অন্য ম্যাচে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য নিন্দিত হন।



ইতালির বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ দলের খেলোয়াড় গিয়র্গিও চিয়েল্লিনিকে কামড় দিয়েছেন উরুগুয়ে ও লিভারপুলের এই তারকা স্ট্রাইকার।

টানটান উত্তেজনার এ ম্যাচে এর আগেই রেফারির বিতর্কিত সিদ্ধান্তে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইতালির মিডফিল্ডার ক্লাউদিয়ো মারচিশিও। এরপর সুয়ারেজের কামড়ের শিকার চিয়েল্লিনি নিজের জার্সি সরিয়ে রেফারিকে দেখিয়ে সুয়ারেজের শাস্তি ‍দাবি করেন। কিন্তু মেক্সিকান রেফারি মার্কো রড্রিগেজ তার আবেদনে সাড়া দেননি। তবে মাঠ জুড়ে দর্শকদের মাছে উত্তেজনা ছড়িয়ে পড়ে।



মাঠে উপস্থিত ইতালির দর্শকরা দুয়ো দেন সুয়ারেজ ও রেফারি মার্কো রড্রিগেজকে। খেলা চলাকালীন সময়েই ফেসবুক ও টুইটারে নিন্দার ঝড় ওঠে।

এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় চেলসির ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচকে কামড় দিয়েছিলেন সুয়ারেজ।   ইভানোভিচকে কামড় দেওয়ার অপরাধে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ সুয়ারেজকে ১০ ম্যাচের নিষেধাজ্ঞা দেয়।

ধারণা করা হচ্ছে চিয়েল্লিনিকে কামড় দেওয়ার ঘটনায় বিশ্বকাপের পরবর্তী ম্যাচে নিষিদ্ধ হতে যাচ্ছেন সুয়ারেজ।

নিচে সুয়ারেজের কামড়ানো ভিডিওটি বাংলানিউজের পাঠকদের জন্য দেওয়া হলো।

 

বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, জুন ২৫. ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।