ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

আর্জেন্টিনা-নাইজেরিয়া একাদশ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, জুন ২৫, ২০১৪
আর্জেন্টিনা-নাইজেরিয়া একাদশ ছবি: সংগৃহীত

ঢাকা: ‘এফ’ গ্রুপে প্রথম রাউন্ডের শেষ খেলায় মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং নাইজেরিয়া। এরই মধ্যে দু’দলই একাদশ ঘোষণা করেছে।

আর্জেন্টিনা এরই মধ্যে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলেও আজকের ম্যাচে জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে টপ ১৬-তে যাবে।

বুধবার রাত ১০টায় ব্রাজিলের ফোর্তো আলেগ্রে শহরের এস্তাদিও বেরিয়া-রিও স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

আর্জেন্টিনা একাদশ
সার্জিও রোমেরো (১, এজেকুয়েল গ্যারি (২), পাবলো জাবালেটা (৪), অ্যাঞ্জেল ডি মারিয়া (৭), ফার্নান্দো গ্যাগো (৫), গঞ্জালো হিগুয়েন (৯), লিওনেল মেসি (১০), জাভিয়ার মাশচেরানো (১৪), সার্জিও এগুয়েরো (২০), মার্কোস রোজো (১৬), ফ্রেডেরিকো ফার্নান্দেজ (১৭)।

কোচ: আলেহান্দ্রো সাবেয়া।

নাইজেরিয়া একাদশ
ইফে অ্যামব্রোস (৫), আহমেদ মুসা (৭), পিটার ওদেমভিনজি (৮), ইমান্যুয়েল এমিনিক (৯),
জন মাইকেল ওবি (১০), জুয়োন ওসানিভা (১৩), জোসেফ ইয়বো (২), ওগেনিয়ি ওনাজি (১৭), ক্যানেথ ওমেরুও (২২), ব্যাবাটুনডে মাইকেল (১৮)।

কোচ: স্টেফেন কেশি (নাইজেরিয়া)।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, জুন ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet