ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

খেলায় যত কামড়

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, জুন ২৬, ২০১৪
খেলায় যত কামড়

লুইস সুয়ারেজের কামড় নিয়ে তোলপাড় পুরো ফুটবল। তিন তিনবার প্রতিপক্ষকে কামড়ে চরম বিতর্কের মুখে পড়েছেন তিনি।

তবে সুয়ারেজ একা কামড়ান না। খেলার জগতে কামড়ের ইতিহাস অনেক আগে থেকেই। খবর জি-নিউজ।

১) মাইক টাইসনের কামড়‍ঃ ১৯৯৭ সালে লাস ভেগাসে হেভিওয়েট লড়াইয়ের সময় প্রতিপক্ষ ইভান্ডার হোলিফিল্ডকে ডান কাম কামড়ে ছিঁড়ে নিয়েছিলেন টাইসন। রিংয়ের মধ্যেই ছেঁড়া কানের টুকরো খুঁজে পাওয়া যায়। শাস্তি হিসেবে টাইসনকে ডিসকোয়ালিফাই করা হয়েছিল। ৩০ লাখ মার্কিন ডলার জরিমানার পাশাপাশি সারাজীবনের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়। পরে অবশ্য তুলে নেওয়া হয় নিষেধাজ্ঞা।

২) `ট্রি` রলিনস এর কামড়ঃ বেসবল খেলোয়াড় ড্যানি এইঞ্জের ডান হাতের আঙুল কামড়ে দিয়েছিলেন আটলান্টা হকসের ওয়েন `ট্রি` রলিনস। টিটেনাস ইঞ্জেকশন ছাড়াও হাতে সেলাই করতে হয় ড্যানির।

৩) ফ্রান্সিসকো গ্যালার্দো‍র কামড়ঃ ২০০১ সালে গোল করেছিলেন সতীর্থ হোসে অ্যান্তনিও রেয়েস। সেই গোল উদযাপন করতে রেয়েসের যৌনাঙ্গে কামড়ে দেন সেভিয়া মিডফিল্ডার ফ্রান্সিসকো গ্যালার্দো। তাকে সাসপেন্ড ও জরিমানা করে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

৪) জারমেইন ডেফোর কামড়ঃ ২০০৬ সালে লিভারপুলের জাভিয়ার ম্যাসচেরানোর হাত কামড়ে দেন টটেনহ্যাম ফরওয়ার্ড জারমেইন ডেফো। কোনও শাস্তি হয়নি তাঁর। পরে ডেফো বিবৃতি দেন, "আমি মাঝে মাঝে এরকম অদ্ভুত আচরণ করে থাকি। "

৫) জারকো রুতুর কামড়ঃ বাফেলো সাবরের অ্যান্ড্রু পিটারসের আঙুল কামড়ে ছিঁড়ে দেন ওটওয়া সেনেটরের জারকো রুতু। ৩১ হাজার ৭০০ মার্কিন ডলার ফাইনের পাশাপাশি সাসাপেন্ড করা হয় রুতুকে।

৬) প্যাট্রিস বার্জেরন‍ঃ ২০১১ সালে এনএইচএল স্ট্যানলি কাপের ফাইনালে ভ্যাঙ্কুভারের অ্যালেক্স বারোজ কামড়ে দেন ব্রুইনস সেন্টার প্যাট্রিস বার্জেরনকে।

৭) স্টিফেন ফেরিস‍ঃ রাগবি খেলায় ইংল্যান্ডের হুকার ডিলান হার্টলে কামড়ে দেন আয়ারল্যান্ডের স্টিফেন ফেরিস। এই কাজের জন্য দুই সপ্তাহের নিষেধাজ্ঞা জারি করা হয় তার ওপর। পরে হার্টলের কব্জি কামড়ে দিয়েছিলেন পেদ্রি ওয়ানেনবার্গ।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, জুন ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।