ঢাকা: গ্রুপ পর্বের ৪৮টি ম্যাচে মোট গোল হয়েছে ১৩৬টি। গড়ে ২.৮৩ গোল।
ক্যামেরুন তাদের প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে ১ গোল হজম করে। পরবর্তীতে এ ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি আফ্রিকার দলটি। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে ক্রোয়েশিয়া ও স্বাগতিক ব্রাজিলের কাছে চারটি করে গোল হজমের মাধ্যমে একটি ম্যাচও না জিতে বিশ্বকাপ মিশন শেষ হয় দলটির।
নিজেদের তিন খেলাতেই তিনটি করে গোল হজম করে সকারুরা। প্রথম ম্যাচে চিলির বিপক্ষে, দ্বিতীয় ম্যাচে নেদাল্যান্ডসের বিপক্ষে এবং তৃতীয় ম্যাচে স্পেনের বিপক্ষে তিনটি করে গোল হজমের মাধ্যমে কোনো পয়েন্ট ছাড়াই বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় সকারুরা।
এছাড়া, স্পেন ৭টি, পর্তুগাল ৭টি, সুইজারল্যান্ড ৬টি, দক্ষিণ কোরিয়া ৬টি, জাপান ৬টি, ঘানা ৬টি গোল হজম করে।
এদিকে, বিশ্বকাপের প্রথম পর্বে সবচেয়ে কম গোল হজম করেছে মেক্সিকো। ২৩ জুন ক্রোয়েশিয়া তাদের জালে একবার বল পাঠাতে সক্ষম হয়।
বাংলাদেশ সময়: ০৪৫৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৪