ঢাকা: এবারের বিশ্বকাপ জিততে মরিয়া আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। পুরো দল তার পায়ের জাদু বারবার দেখতে চায়।
গ্রুপ পর্বের তিন ম্যাচেই জিতেছে আর্জেন্টিনা। পূর্ণ নয় পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকে দ্বিতীয় রাউন্ডে উঠেছে মেসিবাহিনী। তিন ম্যাচে চারটি অসাধারণ গোল করেছেন চারবারের ব্যালন ডি’অর জেতা মেসি।
তবে এতকিছুর পরও ২৭ বছর বয়সী মেসি মনে করেন আর্জেন্টিনা তার উপর নির্ভরশীল নয়। তিনি বলেন, ‘আমি মনে করিনা আর্জেন্টিনা আমার উপর নির্ভর করে খেলে। আমরা যোগ্যতাসম্পন্ন একটি দল। আর আমি এই দলেরই একটি অংশ মাত্র। আমরা একটি দল হয়েই বিশ্বকাপ জিততে চাই। ’
আগের চেয়ে নিজেকে আরো বেশি পরিণত ফুটবলার ভাবা মেসি মনে করেন, এ জন্য তার ছেলে থিয়াগোর জন্ম অনেকাংশে জড়িত। ১৯ মাস বয়সী থিয়াগোর জন্মের পরই তিনি পরিবর্তিত একজন ফুটবলার হয়েছেন বলে মনে করেন। গত সপ্তাহে মেসি তার ইন্সট্রাগ্রামে তার ছেলের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমি আমার ভালবাসা দিচ্ছি তোমাকে। তোমাকে অনেক মিস করছি। ’
আর্জেন্টাইন অধিনায়ক মেসি আরো বলেন, ‘আপনি বাবা হওয়ার পর সব কিছু ভিন্ন দৃষ্টিতে দেখবেন। আর এটাই সাম্প্রতিক সময়ে মাঠে আমাকে বড় ধরণের পরিবর্তন এনে দিয়েছে। যা এবারের বিশ্বকাপে আমাকে দারুন একটি সুযোগ করে দিচ্ছে। আর এসব কিছুর জন্য আমি ধন্য। ’
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ১ জুলাই ২০১৪