ঢাকা: বিশ্বকাপের একক ম্যাচে সর্বাধিক গোল সেভ করার রেকর্ড করেছেন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক টিম হাওয়ার্ড।
বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে নেমে ১৫টি গোল আটকে দিয়ে নতুন এ রেকর্ড করেছেন ৩৫ বছর বয়সী এই গোলরক্ষক।
তবে ১৫টি গোল আটকে দিতে পারলেও দলের শেষ রক্ষা হয়নি। ৯০ মিনিট পর্যন্ত দলকে গোল হজম করা থেকে রক্ষা করতে পারলেও অতিরিক্ত সময়ে দুবার পরাস্ত হন তিনি।
ম্যাচটিতে বেলজিয়ামের খেলোয়াড়েরা ৩৮টি শট নেয় যুক্তরাষ্ট্রের গোলবারে। এর মধ্যে ২৭টি অনশট হলেও ১৫টি একাই আটকে দেন গোলরক্ষক টিম হাওয়ার্ড।
অন্য অনশটগুলির মাত্র ২টি থেকে গোল আদায় করতে পারেন বেলজিয়ামের স্ট্রাইকার লুকাকু ও ডি ব্রুইন। বাকি শটগুলির ১টি বারে লেগে ফিরে আসে, অন্যগুলি যুক্তরাষ্ট্রের ডিফেন্ডাররা প্রতিহত করেন।
বাংলাদেশ সময়: ০৫২৪ ঘণ্টা, জুলাই ০২, ২০১৩