২৪ বছর পর কাঙ্ক্ষিত ফাইনালের প্রত্যাশায় হল্যান্ডের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে গতবারের ফাইনালিস্ট হল্যান্ড এবারও ফাইনালে যেয়েই শিরোপার না পাওয়ার আক্ষেপ ঘোচাতে মরিয়া।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় ব্রাজিলের সাও পাওলো শহরের এরিনা কোরিয়ান্থিয়ান্স স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
এর আগে, দু’দলের ৮ বারের লড়াইয়ে চারবার জিতেছিল নেদারল্যান্ডস, মাত্র একবার শেষ হাসি হেসেছিল লাতিন আমেরিকান দলটি। বাকি তিনবারে ফলাফল ছিলো ড্র।
আর্জেন্টিনা একাদশ
সার্জিও রোমেরো (১), পাবলো জাবালেতা (৪), মার্টিন ডেমিচেলিস (১৫), এজেকুয়েল গ্যারে (২), মার্কোস রোহো (১৬), এনজো পেরেজ (৮), লুকাস বিগলিয়া (৬), হাভিয়ের মাশ্চেরানো (১৪), এজেকুইয়েল লাভেজ্জি (২২), লিওনেল মেসি (১০), গঞ্জালো হিগুয়েন (৯)।
কোচ: আলেহান্দ্রো সাবেয়া।
হল্যান্ড একাদশ
জেসপার সিলেসেন (১), স্টেফেন ডি ভ্রিজ (৩), রন ভ্লার (২), ব্রুনো মার্টিন্স ইন্ডি (৪), ডির্ক কুয়েট (১৫), নাইজেল ডি জং (৬), জেওরজিনিও ভিজনালডাম (২০), ড্যালে ব্লাইন্ড (৫), আরিয়েন রোবেন (১১), ওয়েসলি স্নেইডার (১০), রবিন ফন পার্সি (৯)।
কোচ: লুই ফন গাল (নেদারল্যান্ডস)।
বাংলাদেশ সময়: ০১১২ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪