ঢাকা: জার্মানিতে ব্রাজিল বধ হলেও ফাইনালে জার্মানি নিয়ে ভীত নয় আর্জেন্টিনা। এমনটাই জানালেন আর্জেন্টিনা দলের আত্মবিশ্বাসী স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েন।
নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে ৪-২ গোলে জয় পাওয়ার পর উচ্ছ্বসিত হিগুয়েন বলেন, কোনো ভীতি নয়, তবে যথেষ্ট সম্মান আছে। আর্জেন্টিনা ফাইনালে যাচ্ছে এ নিয়ে তারাই (জার্মানি) চিন্তিত হবে।
সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে অপমানজনক পরাজয় হয়েছে ব্রাজিলের। তবে হিগুয়েন বলছেন, এ নিয়ে ভীত হওয়ার কোনো কারণ নেই।
তিনি বলেন, আমরা ফাইনালে এসেছি, অন্য বিষয়গুলো কোনো ব্যাপার না। প্রত্যেকে জয়ের জন্যই খেলে, আমরাও খেলি।
বুধবার রাতে সাও পাওলোতে নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য ড্র হয় আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচ। এরপর অতিরিক্ত সময়েও গোলের দেখা পায়নি কোনো দল।
পরে পেনাল্টিতে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে নিজেদের অবস্থান পাকাপোক্ত করে মেসির আর্জেন্টিনা।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪