ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

ফুটবল

হিটলারকে নিয়ে টুইট, ক্ষমা চাইলেন মালয়েশিয়ান মন্ত্রী

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪
হিটলারকে নিয়ে টুইট, ক্ষমা চাইলেন মালয়েশিয়ান মন্ত্রী

ঢাকা: বিশ্বকাপ সেমিফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে জার্মানি জেতার পর দেশটির নাৎসী নেতা অ্যাডলফ হিটলারের প্রশংসা করে টুইট করে শেষ পর্যন্ত ক্ষমা চাইতে হলো মালয়েশিয়ান মন্ত্রীর।

প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের নির্দেশে তিনি ক্ষমা চাইলেন।

নাজিব তার টুইটকে ‘অগ্রহণযোগ্য’ মন্তব্য করেন।
অভিযুক্ত বাঙ মোক্তার রাদিন সরকারদলীয় সংসদ সদস্য।

জার্মানি জেতার পর তিনি টুইট করেন, ‘ওয়েল ‍ডান...ব্রাভো...লং লাইভ হিটলার’। তার এ টুইটে প্রধানমন্ত্রী নাজিব মন্তব্য করেন, ‘আনস্পেক্টেড অ্যান্ড রঙ’।
পরে তিনি অফিসিয়াল চিঠি ইস্যু করে তার বক্তব্য তুলে নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, তিনি মালয়েশিয়ার জন্য কথা বলেন নি, একজন প্রকৃত

মালয়েশিয়ানের মতোও না, যারা ইউরোপের ট্রাজিক অতীত জানেন এবং আধুনিক একতাকে সম্মান করেন। এটা হতে পারতো জার্মানির উদযাপনের বিষয়।
তবে তিনি আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল খেলতে যাওয়া জার্মানিকে শুভেচ্ছা জানান তিনি।

এ ঘটনার পর আরেক টুইটে তার আগের টুইটটি অসচেতনভাবে করে ফেলেছিলেন বলে জানান মোক্তার। এর জন্য তিনি ক্ষমাও চান। আর মজা করে পরে লেখেন, লং লাইভ বাঙ।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।