ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ফুটবল

ব্রাজিলকে লজ্জায় না ফেলতে অঙ্গীকারবদ্ধ ছিল জার্মানরা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জুলাই ১১, ২০১৪
ব্রাজিলকে লজ্জায় না ফেলতে অঙ্গীকারবদ্ধ ছিল জার্মানরা সংগৃহীত

ঢাকা: প্রথম সেমিফাইনালে ৭-১ গোলে স্বাগতিক ব্রাজিলকে উড়িয়ে ফাইনালে উঠেছে জার্মানি। ম্যাচের প্রথমার্ধে ৫-০ গোলে এগিয়ে থাকা জার্মানরা অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন স্বাগতিকদের আর গোল না দেয়ার জন্য।



কিন্তু দ্বিতীয়ার্ধে জার্মানরা আরো দুটি গোল করে বসে এবং একটি গোল হজম করে। ম্যাচ শেষে স্কোর দাঁড়ায় ৭-১ গোলের বিশাল ব্যাবধান।

জার্মান ডিফেন্ডার ম্যাট হ্যামেলস জানান, ‘প্রথমার্ধ শেষে ড্রেসিং রুমে আমরা সিদ্ধান্ত নেই মাঠে ম্যাচ নিজেদের করে ধরে রাখব, তবে চেষ্টা করব তাদের (ব্রাজিলিয়ানদের) লজ্জায় না ফেলতে। ’


২৫ বছর বয়সী এ সেন্টার ব্যাক বলেন, ‘আমরা আরো বলাবলি করছিলাম ম্যাচের বাকি সময়টুকু সতর্ক থাকব। আপনাকে প্রতিপক্ষের প্রতি সম্মান দেখাতে হবে। আর এটা গুরুত্বপূর্ণ যে আমরা তা করেছি। তবে আমরা আর বেশি কিছু বা অন্য কোনো ম্যাজিক দেখাতে চেষ্টা করিনি। আমরা এভাবে ম্যাচের ৯০ মিনিট খেলেছি। ’

বুরুশিয়া ডর্টমুন্ডের হয়ে ১৪৬ ম্যাচ খেলা হ্যামেলস আরো বলেন, ‘আমাদের করা দ্বিতীয় গোলের পর তারা (ব্রাজিল) হতভম্ব হয়ে পড়ে। মাঠে তারা সংগঠিত হয়ে থাকতে পারছিল না। আর আমরা পঞ্চম গোল পর্যন্ত এ সুযোগটিকে কাজে লাগাতে চেয়েছি। কারণ সচরাচর এরকমটা ঘটে না। ’

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ১১ জুলাই ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad